বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Suvendu Adhikary: শুভেন্দুকে হাজিরার নোটিশ পাঠালো তমলুক থানা, নিজের গড়ে অস্বস্তিতে বিরোধী দলনেতা

Suvendu Adhikary: শুভেন্দুকে হাজিরার নোটিশ পাঠালো তমলুক থানা, নিজের গড়ে অস্বস্তিতে বিরোধী দলনেতা

শুভেন্দু অধিকারী।

ভাই সৌমেন্দুকে ডেকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তিনি বলেছিলেন, সুদে–আসলে বুঝিয়ে দেবেন মমতাকে। সেটা বোঝানোর আগেই তিনি পেয়ে গেলেন নোটিশ। আর তাই বিড়ম্বনায় পড়ে তমলুক থানার পুলিশের পক্ষ করা মামলাকে চ্যালেঞ্জ করে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী।

ভাই সৌমেন্দু অধিকারীকে আগে দু’‌বার জিজ্ঞাসাবাদ করেছে কাঁথি থানার পুলিশ। আজ, শুক্রবার আবার তাঁর সেখানে হাজিরা দেওয়ার কথা রয়েছে। তাঁর বিরুদ্ধে উঠেছে একাধিক দুর্নীতির অভিযোগ। আর তা নিয়েই চলছে মামলা। এই পরিস্থিতিতে পুরনো মামলার জেরে নোটিশ পাঠানো হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠালো পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পুলিশ। এই এলাকা তাঁর গড় বলেই পরিচিত। আর এখান থেকেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে লাগাতার বেলাগাম আক্রমণ করে যাচ্ছেন। গত ২০২১ সালের ১৯ জুলাই বিজেপি তমলুকে একটি সভা করে। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। আর এখান থেকেই একটি বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে বিরোধী দলনেতার বিরুদ্ধে। এরপর তমলুক থানার পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী নামে মামলা দায়ের করা হয়। যা চলছে। তার প্রেক্ষিতেই এমন নোটিশ।

কবে হাজিরা দিতে হবে নন্দীগ্রামের বিধায়ককে?‌ সূত্রের খবর, এই মামলাতেই হাজিরা দেওয়ার জন্য এবার ডাকা হয়েছে শুভেন্দু অধিকারীকে। তাতে তিনি সংবাদমাধ্যমে মুখ না খুললেও বিষয়টি নিয়ে বিড়ম্বনায় পড়েছেন। গতকাল, বৃহস্পতিবার তমলুক থানার পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী, সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় বেশ চাপে পড়ে গিয়েছেন শুভেন্দু।

আর কী জানা যাচ্ছে?‌ ভাই সৌমেন্দুকে ডেকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তিনি বলেছিলেন, সুদে–আসলে বুঝিয়ে দেবেন মমতাকে। সেটা বোঝানোর আগেই তিনি পেয়ে গেলেন নোটিশ। আর তাই বিড়ম্বনায় পড়ে তমলুক থানার পুলিশের পক্ষ করা মামলাকে চ্যালেঞ্জ করে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। এই অবস্থায় বিতর্কিত মন্তব্যের জন্য শুভেন্দুকে পুলিশের তলব নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। যিনি সবসময় মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করে থাকেন। সেখানে পুলিশের কাছে শেষ পর্যন্ত শুভেন্দু হাজিরা দেন কিনা এখন সেটাই দেখার।

বন্ধ করুন