মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি কাণ্ডে সাসপেন্ড হয়েছিলেন তন্ময় ভট্টাচার্য। তবে কয়েকদিন আগেই সেই সাসপেনশন প্রত্যাহার করা হয়। তবে এবার ফের জানা গেল, সেই ঘটনায় ৬ মাসের জন্যে সাসপেন্ড করা হবে তন্ময় ভট্টাচার্যকে। রিপোর্ট অনুযায়ী, বুধবার সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, তন্ময়কে সাসপেন্ড করা হবে। আগামী ৩০ এবং ৩১ ডিসেম্বর দলের রাজ্য কমিটির বৈঠকে এ বিষয়ে প্রস্তাব পেশ করা হবে। সিপিএমের অভ্যন্তরীণ সমীকরণের আবহে সেই প্রস্তাব পাশ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এদিকে তন্ময় সিপিএমের উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য। তাই নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় কমিটির অনুমোদন প্রয়োজন হবে এই সাসপেনশনের অনুমদনের জন্যে। (আরও পড়ুন: কর্ণাটকে আটক ১৫৯ বাংলাদেশি অনুপ্রবেশকারী, সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রশ্ন মন্ত্রীর)
আরও পড়ুন: আপনিও CM হবেন, অজিত পাওয়ারকে বললেন ফড়ণবিস! কর্পোরেট স্টাইলে ভাগ হবে শিফট
এর আগে গত ১৪ ডিসেম্বর তন্ময়ের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছিল। তন্ময়ের সাসপেনশন প্রত্যাহারের বিষয়টি দলের হোয়্যাটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেন উত্তর ২৪ পরগনা সিপিআইএম সম্পাদক মৃণাল চক্রবর্তী। জানা যায়, সাংবাদিক হেনস্থার অভিযোগ নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ার পরই সাসপেনশন প্রত্যাহার করা হয়েছিল তন্ময়ের ওপর থেকে। তখন মনে করা হয়েছিল, তন্ময়ের আর শাস্তি হবে না। তবে দল জানিয়েছিল, তদন্ত কমিটির রিপোর্টে যদি তন্ময়ের দোষ পাওয়া যায়, তাহলে তাঁকে শাস্তি দেওয়া হবে। (আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে বিস্ফোরক ED, কে কত কোটি দিয়েছে?)
আরও পড়ুন: দিল্লিতে 'ঝড়ের' মাঝেই বাংলায় এলেন অমিত শাহ, কী কর্মসূচি স্বরাষ্ট্রমন্ত্রীর?
আরও পড়ুন: 'সংখ্যাগুরু' বিতর্কে এবার ফিরহাদের জবাব - 'আল্লাহ ছাড়া কারও সামনে মাথানত নয়'
এদিকে সিপিএমের দলীয় তদন্তের রিপোর্টে বলা হয়েছে, সাংবাদিক হেনস্থার ঘটনায় কোনও অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। তবে তন্ময়ের নাকি এই ধরনের 'প্রবণতা' আছে। এই আবহে তদন্ত কমিটি প্রস্তাব করে, অশালীন এবং অভব্য আচরণের জন্য তন্ময়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হোক। সেই মতোই ৬ মাসের জন্য দলের প্রাথমিক সদস্যপদ থেকে তাঁকে সাসপেন্ড করার পথে হাঁটবে সিপিএম। প্রসঙ্গত, যে ঘটনার প্রেক্ষিতে তন্ময়কে সাসপেন্ড করা হয়েছিল, সেটি প্রকাশ্যে এসেছিল ২৭ অক্টোবর। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার মধ্যেই পুরো পশ্চিমবঙ্গ যখন আন্দোলন চালাচ্ছে, তখন সিপিআইএম নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন মহিলা সাংবাদিক। তিনি অভিযোগ করেছিলেন, তাঁর কোলে বসে পড়েছিলেন তন্ময়। যদিও সেই ঘটনা অস্বীকার করেছিলেন সিপিআইএম নেতা। এখনও সেই ঘটনায় প্রমাণ পায়নি দল। তবে 'প্রবণতার' জন্যে তন্ময়ের ওপর শাস্তির খাঁড়া নেমে আসছে।