দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা যায় না। এমনকী তাঁর সহযোগীরাও ফোন করলে ধরেন না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘ভালোবাসেন’ বলে দাবি করেছেন তাপসবাবু।
বুধবারই তাপসবাবুর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার পরই সিবিআইকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু তাঁর বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ হওয়ার জন্য দায়ী করেছেন জেলারই তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিককে। তাপসবাবুর দাবি, টিনা গোপনে বিজেপি করেন। তিনিই বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির হাতে তাঁর বিরুদ্ধে সব তথ্যপ্রমাণ তুলে দিয়েছেন। তাঁর দাবি, চার বছরে ৪০ কোটি টাকার মালিক হয়েছেন টিনা।
বৃহস্পতিবার এই নিয়ে কথা বলতে গিয়ে তাপসবাবু দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এব্যাপারে জানাতে গেলেও দেখা করার সুযোগ হয়নি। ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলাম। আমাকে জানানো হয়, অভিষেকবাবু ব্যস্ত আছেন। ওনার দেখা পাওয়া যায় না। উনি তো বটেই ওনার সহযোগীরাও ফোন করলে ধরেন না।
তবে তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভালোবাসেন। তিনি আমার কথা শুনেছেন। তৃণমূলে মমতা আর অভিষেক বাদে কাউকে বলে তেমন লাভ হয় না। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তেমন গুরুত্ব নেই।
ওদিকে সিবিআই তদন্তের নির্দেশের পর তাপস সাহার বিরুদ্ধে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ করেছেন তেহট্টের একাধিক মানুষ। কারও দাবি, মেয়েকে প্রাথমিকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ লক্ষ হাতিয়েছেন তিনি। কেউ আবার বলছেন, রেশনের ডিলারশিপ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৯ লক্ষ টাকা চেয়েছিলেন।