দার্জিলিংয়ে পর্যটন মরসুমে বাংলাদেশের পর্যটক সংখ্যা কমে গিয়েছে। কিন্তু তা বলে দার্জিলিং একেবারে খাঁ খাঁ করছে এমনটা নয়। দলে দলে পর্যটক যাচ্ছেন দার্জিলিংয়ে। বড়দিনকে কেন্দ্র করে সেজে ওঠে দার্জিলিং। কনকনে ঠান্ডা। আর সেই কনকনে ঠান্ডার মধ্যে দার্জিলিংয়ের মজাই আলাদা। তবে এবার এনজেপিতে ট্রেন থেকে নামার পরে এখন দার্জিলিং ভ্রমণ আরও সোজা। এবার আর লাগেজ নিয়ে টানা হেঁচড়া করতে হবে না। তাছাড়া বেশি ভাড়া দিয়ে ট্যাক্সি ভাড়াও করতে হবে না। এবার এনজেপি স্টেশন থেক বেরিয়েই পেয়ে যাবেন সরকারি বাস। এনবিএসটিসির বাস।
দার্জিলিংয়ে যাওয়ার জন্য বহু মানুষ এনজেপি স্টেশনে নামেন। এরপর সেখান থেকে অনেকেই গাড়ি ভাড়া করে দার্জিলিংয়ে যান। অনেকে আবার শেয়ার কারের সুবিধা নেওয়ার জন্য জংশনে চলে আসেন। সেখান থেকে তাঁরা শেয়ার গাড়িতে দার্জিলিং যান। তবে এবার এনবিএসটিসির বাস থাকবে এনজেপি স্টেশন চত্বরেই। সেখান থেকে বাসে চেপে সোজা চলে যেতে পারেন দার্জিলিংয়ে।
এনবিএসটিসির ট্যাক্সিবাস। দার্জিলিং, কার্শিয়াং মিরিক যাওয়ার জন্য় এই বিশেষ সরকারি ট্যাক্সিবাসের ব্যবস্থা থাকবে। এখানেই শেষ নয়। শিলিগুড়ি কলকাতা, কোচবিহার শিলিগুড়ি এসি বাস পরিষেবাও চালু করছে এনবিএসটিসি। মূলত পর্যটন মরসুমে যাত্রীদের চাহিদা পূরণের জন্য ও সাধারণ পর্যটকদের সুবিধার জন্য় এই পরিষেবা চালু করা হচ্ছে।
কোথায় থাকবে পাহাড়ে যাওয়ার বাস?
এনজেপি স্টেশনে নামার পরেই স্টেশনের বাইরেই দেখা যাবে দাঁড়িয়ে রয়েছে এনবিএসটিসির বাস। সেই বাসে চেপেই পাহাড়ের একাধিক গন্তব্যে যাওয়া যেতে পারে।
কত সিটের এই বাস?
৩০ সিট যুক্ত এই ট্যাক্সি বাস। বেশ আরামদায়ক। জানালা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে চলে যান দার্জিলিং।
কোন রুটে যাবে এই বাস?
কেউ যদি ভাবেন কার্শিয়াং হয়ে যাবেন তার ব্যবস্থাও থাকছে। আবার কোনও পর্যটকের যদি মিরিক হয়ে যাওয়ার ইচ্ছা থাকে সেই ইচ্ছে পূরণও হবে।
ভাড়া কত পড়বে?
কোনও একজন ব্যক্তি গোটা বাসটি ভাড়া নিতে পারেন। আবার একাধিক পরিবার মিলে এই বাস ভাড়া করতে পারেন। ৩০ সিটের গোটা বাসের ভাড়া ধরা হয়েছে আট হাজার টাকা। সেক্ষেত্রে মাথাপিছু ভাড়া অনেকটাই কমে যাবে। দল বেঁধে যাঁরা দার্জিলিং বেড়াতে যান তাঁদের পক্ষে অত্যন্ত সুবিধা হবে এই পরিষেবা। শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসেও এই ট্যাক্সি বাসের বিশেষ পরিষেবা থাকছে। অনলাইনে এই ট্যাক্সি বাসের বুকিং করা যাবে