বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > হাজার হাজার চা গাছ কেটে উপড়ে ফেলল দুষ্কৃতীরা, কাজ বন্ধ ইছামতী চা বাগানে

হাজার হাজার চা গাছ কেটে উপড়ে ফেলল দুষ্কৃতীরা, কাজ বন্ধ ইছামতী চা বাগানে

চা বাগানের গাঠ উপড়ে কেটে নিয়ে গেল দুষ্কৃতীরা (নিজস্ব চিত্র )

বাগানে প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। তাঁরা এদিন সকালে কাজ করতে এসে দেখেন চা গাছগুলিকে কেটে ফেলে দেওয়া হয়েছে।

 চা বাগানে ভয়াবহ তাণ্ডব। গোটা চা বাগান জুড়ে একের পর এক গাছ উপড়ে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। এদিকে পুজোর পর নতুন করে আশায় কাজে যোগ দিতে এসেছিলেন শ্রমিকরা। তাদের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে। কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন চা শ্রমিকরা। উত্তর দিনাজপুরের চোপড়া থানার দাসপাড়া এলাকার ইছামতী চা বাগান এলাকার ঘটনা। চা বাগান কর্তৃপক্ষ ইতিমধ্য়েই দাসপাড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছে। চা বাগান কর্তৃপক্ষের দাবি, প্রায় ১০ হাজার চা গাছকে নষ্ট করে দেওয়া হয়েছে। এমনকী গত এক বছর ধরে বার বারই এই ধরনের ঘটনা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে চা বাগান কর্তৃপক্ষ।   কিন্তু প্রশ্ন উঠছে  চা বাগানের এত বড় ক্ষতি কেন করা হল? কারা এই ঘটনার পেছনে দায়ী? বাগানে প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। তাঁরা এদিন সকালে কাজ করতে এসে দেখেন চা গাছগুলিকে কেটে ফেলে দেওয়া হয়েছে। এরপরই কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ইছামতী চা বাগানের জুনিয়র অ্যাস্টিট্য়ান্ট ম্যানেজার আমিরুল হক বলেন,  চা বাগানের এর আগেও আমাদের চা গাছ কেটে গিয়েছে। ফের আমাদের চা গাছ এভাবে নষ্ট করে দেওয়া হল। এভাবে বার বার কোম্পানির উপর চাপ তৈরি করা হচ্ছে। এভাবে যদি বার বার বাগানে সন্ত্রাস চালানো হয়, চা বাগান নষ্ট করে দেওয়া হয় তবে বাগান চালানো সম্ভব নয়। আমরা চাইছি পুলিশ, প্রশাসন দুষ্কৃতীদের গ্রেফতার করুক। তারপরই বাগান চালানো সম্ভব হবে। প্রশাসন ব্যবস্থা না নিলে বাগান চালাতে আমরা পারব না। 

 

বন্ধ করুন