বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC MLA Tapas Saha: দমকলের নিয়োগে দুর্নীতির অভিযোগ, নাম জড়াল তেহট্টের বিধায়কের, ভাইরাল অডিয়ো

TMC MLA Tapas Saha: দমকলের নিয়োগে দুর্নীতির অভিযোগ, নাম জড়াল তেহট্টের বিধায়কের, ভাইরাল অডিয়ো

তেহট্টের বিধায়ক তাপস সাহা

এমনকী একটি অডিয়ো ক্লিপও তিনি প্রকাশ করেছেন। সেখানে এক ব্যক্তি অপর একজনের সঙ্গে দমকল বিভাগের নিয়োগ ও টাকা লেনদেন নিয়ে আলোচনা করছেন। যদিও ওই অডিয়ো’‌র সত্যতা যাচাই করেনি ‘হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল’। বিধায়ক তাপসবাবুও ওই অভিযোগ অস্বীকার করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে পাল্টা তোপ দেগেছেন।

দমকল বিভাগের নিয়োগে কী দুর্নীতি হয়েছে?‌ রাজ্যজুড়ে এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এই দুর্নীতিতে নাম জড়াল তেহট্টের বিধায়ক তাপস সাহার। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি টুইট করে তাপস সাহার বিরুদ্ধে দমকল বিভাগের নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনেছেন। এমনকী একটি অডিয়ো ক্লিপও তিনি প্রকাশ করেছেন। সেখানে এক ব্যক্তি অপর একজনের সঙ্গে দমকল বিভাগের নিয়োগ ও টাকা লেনদেন নিয়ে আলোচনা করছেন। যদিও ওই অডিয়ো’‌র সত্যতা যাচাই করেনি ‘হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল’। বিধায়ক তাপসবাবুও ওই অভিযোগ অস্বীকার করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে পাল্টা তোপ দেগেছেন।

এই গোটা বিষয়ে দমকলমন্ত্রী জানান, দমকল বিভাগে চাকরি পিএসসি’‌র মাধ্যমেই হয়। এছাড়া তিনি কিছু জানাননি। তবে নদিয়ার এই তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে সরকারি দফতর এবং স্কুলে চাকরি পাইয়ে দিয়ে টাকা তোলার অভিযোগ আগেই উঠেছিল। যার জেরে রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখা তা নিয়ে তদন্ত শুরু করেছে। এমনকী প্রবীর কয়াল নামে তাপসের এক ঘনিষ্ঠকে গ্রেফতারও করা হয়েছে। এই নিয়ে এখন বিজেপি শোরগোল ফেলে দিতে চাইছে।

ঠিক কী শোনা গিয়েছে অডিয়ো ক্লিপে?‌ এই ভাইরাল অডিয়ো ক্লিপে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘ফায়ার ব্রিগেডে তোর ওই ছেলেটার তো কাজ হয়েছে। এই মাসের ২৫ তারিখের পর বলে দেব, কোন ডেটে কলকাতায় যাবে। বাকি টাকাকড়ি রেডি করতে বল। ৫০ দেওয়া আছে আরও সাড়ে চার পাব।’ এই কণ্ঠস্বর তাপসবাবুর বলে দাবি করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তিনি তাপসবাবুর গ্রেফতারের দাবিও জানিয়েছেন। যদিও এই অডিয়ো ক্লিপের বাইরে আর কোনও প্রমাণ হাজির করতে পারেননি তরুণজ্যোতিবাবু।

ঠিক কী বলেছেন বিধায়ক?‌ তেহট্টের বিধায়ক তাপস সাহার পাল্টা দাবি, ওই কণ্ঠস্বর মোটেই তাঁর নয়। তিনি বলেন, ‘‌জেলা পরিষদ সদস্যা টিনা ভৌমিক সাহা তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে যোগসাজশ করে আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন। টিনা ভৌমিক সাহা টেটে পাশ না করেও স্কুলে শিক্ষকতা করছেন। ওই গলা আমার নয়। এরকম কোনও কথাও হয়নি। বিজেপি এবং তৃণমূলেরই নদিয়া জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহা চক্রান্ত করে এই সব কাজ করেছে।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন