চলন্ত লোকাল ট্রেনে রবীন্দ্র সংগীত শুনতে কার না ভাল লাগে। যাত্রীদের অবশ্যই তা ভাল লাগে। কিন্তু তাতে রেলের ভাঁড়ারে লক্ষ্মী লাভ হয়নি। বিজ্ঞাপনবিহীন অডিও সিস্টেম লোকাল ট্রেনে লাগানো হয়েছিল শুধুই বিনোদনের জন্য। ট্রেনে সফর করতে করতে গান শুনলে মনও ভরে, পথটাও সহজেই যেন অতিক্রম হয়ে যায়। কিন্তু করোনা পরিস্থিতিতে রেলের আর্থিক ক্ষতি হয়েছে। তাই বিকল্প পথ হিসাবে এবার লোকাল ট্রেনের প্রতি কামরাতে বসানো হবে টিভি।
রেল সূত্রে খবর, এবার লোকাল ট্রেনের কামরায় টিভি লাগানো হবে। তাতে দুটো বিষয় একসঙ্গে ঘটানো সম্ভব হবে। এক, সামাজিক বার্তা মানুষের সামনে তুলে ধরা যাবে। দুই, বিজ্ঞাপন প্রচার করা যাবে। যা থেকে আয় আসবে। আবার যাত্রীরাও নানা বিষয় দেখতে পারবেন। এই উদ্যোগে সময়ও কাটবে ঠিকই। রেলের যে আর্থিক ক্ষতি হয়েছিল তা ধীরে ধীরে উঠে আসবে বলে মনে করা হচ্ছে।
এই বিষয়ে হাওড়ার ডিআরএম মণীশ জৈন বলেন, ‘এই কারণে টেন্ডার ডাকা হচ্ছে। তিন–চার মাসের মধ্যে হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনের কামরাতে এই টিভির দেখা মিলবে। প্রচারের বিষয়গুলি প্রি–রেকর্ডেড থাকবে। যা চালক ও গার্ডের কামরা থেকে নিয়ন্ত্রিত হবে। আর যাত্রীদের বিনোদনের পাশাপাশি বিজ্ঞাপনের দৌলতে রেলের আয় কিছুটা বাড়বে।’
ইতিমধ্যেই লোকাল ট্রেনে চালু হয়েছে মিউজিক সিস্টেম। তবে বাণিজ্যিকভাবে লোকাল ট্রেনে টিভি চালু হচ্ছে পূর্বাঞ্চলে এই প্রথম। অবশ্যই হাওড়া ডিভিশনের হাত ধরে। এই বিষয়ে মণীশ জৈন বলেন, ‘হাওড়া ডিভিশনের ৫০টি রেকের সব কামরাতে এই টিভি লাগানোর জন্য টেন্ডার ডাকা হচ্ছে। বিভিন্ন সংস্থা চাইলে রেক ভাগে ভাগে নিতে পারবে।’