বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TET 2022: আজ তিন ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ ছয় জেলায়, TET নিয়ে চরম সতর্কতা পর্ষদের

TET 2022: আজ তিন ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ ছয় জেলায়, TET নিয়ে চরম সতর্কতা পর্ষদের

 (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

প্রশ্নফাঁস রুখতে রবিবার ৬ জেলায় তিন ঘণ্টা বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা। সাকল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট।

রবিবার রাজ্যে প্রাথমিক টেটের পরীক্ষা হতে চলেছে। প্রায় সাত লাখ প্রার্থী পরীক্ষা দিতে চলেছেন। এর আগে শনিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল দাবি করেন, পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এই আবহে প্রশ্নফাঁস রুখতে রবিবার ৬ জেলায় তিন ঘণ্টা বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা। জানা গিয়েছে, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর, মালদা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে আজ সাকল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট।

উল্লেখ্য, ২০১৭ সালের পর এবার ফের টেট হচ্ছে রাজ্যে। পরীক্ষায় বসছেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী। ১ হাজার ৪৬০টি পরীক্ষা কেন্দ্রে হয়েছে পরীক্ষার আয়োজন। সবথেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী মুর্শিদাবাদে। এদিকে টেট পরীক্ষার্থীদের সমস্যার কথা মাথায় রেখে হেল্পলাইন নম্বর চালু করেছে নবান্ন। পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার আগে কোনও অসুবিধায় পড়লে এই নম্বর মারফত যোগাযোগ করতে পারবেন পরীক্ষার্থীরা।

এর আগে শনিবার গৌতম পাল বলেছিলেন, ‘পর্ষদের কাছে এবং প্রশাসনের কাছে সুনির্দিষ্ট খবর আছে, কেউ কেউ এই পরীক্ষা ব্যবস্থার বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন। আমি আপনাদের নির্দ্বিধায় বলছি যে প্রশাসন অবগত আছে। প্রশাসন সতর্ক আছে। সেইসঙ্গে পর্ষদও অবগত আছে। পর্ষদও সতর্ক আছে। কোনও পরীক্ষার্থী যদি আমাদের পরীক্ষাবিধি ঠিকমতো পালন না করে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে বা বাইরের কোনও ব্যক্তি বিঘ্ন ঘটাতে চান, আমরা প্রশাসনের কাছে কঠোরতম শাস্তির সুপারিশ করব।’ এদিকে গৌতম পালের এই মন্তব্যের পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্নফাঁসের আশঙ্কা প্রকাশ করে বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, ‘বহু জায়গা থেকে ফোন আসছে যে প্রশ্ন বলে দেওয়া হবে। দশ লাখ টাকার কন্ট্রাক্ট। পাঁচ লাখ টাকা অ্যাডভান্স দিলে প্রশ্ন শনিবারই বলে দেওয়া হবে। পরে পাঁচ লাখ টাকা পেমেন্ট করতে হবে।’

বন্ধ করুন