আরজি কর কাণ্ডের ৪ মাস পূর্তির আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে ফের একবার একহাত নিলেন নিহত মহিলা চিকিৎসকের বাবা মা। বৃহস্পতিবার সোদপুরে নিজেদের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা বলেন, ‘আমরা এখনও বিচার পাইনি। অথচ থ্রেট কালচারের কুশীলবরা নিজেদের পদে স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছে।’
এদিন নির্যাতিতার বাবা - মা বলেন, ‘৯ অগাস্ট যাদের ঘটনাস্থলে দেখা গিয়েছিল তারা সবাই এখনও বাইরে। তাদের স্বাস্থ্য দফতরের মাথায় বসানো হয়েছে। থ্রেট কালচার আবার স্বমহিমায় ফিরে এসেছে। আমার মেয়ে তো থ্রেট কালচারের জন্যই মারা গেছে। আজ চার মাস ধরে আমরা খুঁজে বেড়াচ্ছি যে কোথায় গেলে আমার মেয়ের বিচার পাব? সেই রাতে আমার মেয়ের সাথে কী ঘটেছিল?’
নির্যাতিতার বাবা বলেন, ‘অভিজিৎ মণ্ডলকে চাকরি থেকে সাসপেন্ড করা হলেও সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেনি সরকার। এর ফলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারছে না সিবিআই। সন্দীপ ঘোষকে রাজ্য সরকার এখনও বাঁচানোর চেষ্টা করে চলেছে। pi।’
তাঁরা জানান, শুক্রবার আরজি কর কাণ্ডে সুবিচারের দাবিতে শুক্রবার ছাত্রদের মিছিলে যোগ দেবেন তাঁরা। ভবিষ্যতে অন্য আন্দোলনেও যোগদান করতে চান তাঁরা।
নির্যাতিতার বাবা বলেন, আমরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি লিখেছি। কিন্তু এখনও কোনও জবাব পাননি। এদিন আরজি করের নির্যাতিতার সুবিচারের দাবিতে ফেসবুকে একটি পেইজ খোলেন নির্যাতিতার বাবা মা। সেখানে ভিডিয়ো পোস্ট করে মেয়ের সুবিচারের দাবিতে সবাইকে পাশে থাকতে অনুরোধ করেছেন তাঁরা।