সর্বশিক্ষা মিশন ও মিড ডে মিল প্রকল্পে কেন্দ্রের ভাগের টাকা পাচ্ছে না রাজ্য। গত ১০ মাস ধরে এই খাতে টানা না পৌঁছনোয় কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২০০ কোটি টাকা। শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এই অভিযোগের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি স্পষ্ট জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি না মানলে রাজ্যকে এক পয়সা দেবে না কেন্দ্র।
শনিবার ব্রাত্যবাবু অভিযোগ করে বলেছিলেন, কেন্দ্রের কাছে সর্বশিক্ষা মিশন ও মিড ডে মিলের ১২০০ কোটি টাকা বকেয়া রয়েছে। এটা টাকাটা ওনারা দিচ্ছেন না। এটা দুর্ভাগ্যজনক নয়, নিন্দনীয়। এই টাকা আমাদের ন্যায্য পাওনা। কেন্দ্র এই টাকা দিতে চুক্তিবদ্ধ। কিন্তু ১০ মাসের বেশি সময় ধরে এই টাকা আমরা পাচ্ছি না।’
পালটা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় শিক্ষা নীতি ২০২০ যারা মানবেন না তারা সর্বশিক্ষা মিশনের টাকা পাবেন না। এই রাজ্য সরকার জাতীয় শিক্ষা নীতির অধীনে PMশ্রী স্কুল চালু করতে রাজি নয়। সেখানে তো কারও নাম নেই। শুধু প্রধানমন্ত্রীর পদের উল্লেখ রয়েছে। গতকাল মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, আগামী দিনে অন্য কেউ হতে পারেন। কিন্তু নামে PMএর উল্লেখ রয়েছে বলে রাজ্য সরকার বলছে এই নীতি মানবে না। এটা মেনে নেওয়া যায় না। রাজ্য সরকার জাতীয় শিক্ষা নীতির শর্ত মানুক। তাহলেই টাকা পাবে।’
ওদিকে কেন্দ্র থেকে টাকা এসে না পৌঁছনোয় বেহাল দশা স্কুলগুলোর। পুজোর ছুটির পর স্কুল খোলার পর অনেক স্কুলের তহবিলেই রোজের খচর চালানোর মতো টাকা নেই। নেই চক – ডাস্টার কেনার টাকা। যার জেরে বিপাকে পড়েছেন প্রধান শিক্ষকরা। ওদিকে আবাস, ১০০ দিনের কাজের পর আরও একটি প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্র – রাজ্য সংঘাতের আবহ নতুন করে তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে।