ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সাগরদিঘি থানার ওসি বিশ্বজিৎ সরকারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে দ্রুত সাগরদিঘি থানার ওসিকে সরিয়ে সেই জায়গায় জেলার বাইরের নতুন কোনও অফিসারকে নিয়োগ করতে হবে। কেন ওসিকে সরিয়ে দেওয়া হল চিঠিতে সে ব্যাপারে কোনও কারণ উল্লেখ করেনি নির্বাচন কমিশন।
উপনির্বাচন হলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক রাখতে চাইছে না কমিশন। প্রতিটি বুথেই থাকছে সিসি ক্যামেরা। লাইভ ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা থাকছে। এ ছাড়া দিল্লির অফিস থেকে বুথের উপর সরাসরি নজর রাখবেন জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা। ইতিমধ্যেই সাগরদিঘিতে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। আরও ১২ কোম্পানি বাহিনী আসছে বলে জানা গিয়েছে। অর্থাৎ মোট ৩০ কোম্পানি বাহিনী দিয়ে নির্বাচন পরিচালনা করা হবে। মোট ২৪৭টি বুথ রয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে। এই সব কটি বুথে চালানো হবে কড়া নজরদারি।
ভোট যত এগিয়ে এসেছে বেড়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের অভিযোগ বহিরাগতদের এনে এলাকায় আশ্রয় দেওয়া হচ্ছে। তৃণমূল আশ্রিত দুষ্কতীরা এলাকায় গিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে। যদিও শাসকদল এই অভিযোগ অস্বীকার করেছে। জনসমর্থন না থাকায় এমন অভিযোগ করছে বিরোধীরা বলে দাবি করেছে তৃণমূল।
এই উপনির্বাচনের পর্যবেক্ষক হিসাবে রয়েছেন, আইএএস অফিসার ই রবীন্দ্রন। তিনি শীঘ্রই রাজ্য আসবেন। এছাড়া পুলিশ পর্যবেক্ষক হিসাবে থাকছেন ওমপ্রকাশ ত্রিপাঠী।
তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে মুর্শিদাবাদের সাগরদিঘি আসনে উপনির্বাচন হচ্ছে। এই নির্বাচনে তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী দিলীপ সাহা এবং বাম-কংগ্রেস জোটের প্রার্থী বায়রন বিশ্বাস।