চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে অস্ত্রোপচারের পর প্রসূতিদের অসুস্থ হয়ে পড়া ও ১ প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্য ভবন। কী কারণে ওই প্রসূতিরা অসুস্থ হয়ে পড়লেন তা খতিয়ে দেখবে ওই কমিটি। কী কারণে এই ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি করও।
আরও পড়ুন - ‘লোডশেডিংয়ের সঙ্গে মালদার ঘটনার কোনও সম্পর্ক নেই’, জবাব দিলেন বিদ্যুৎমন্ত্রী
পড়তে থাকুন - মালদার মানিকচকে গুলি চালিয়েছে পুলিশ, মেনে নিলেন পুলিশ সুপার, বিদ্যুৎ চেয়ে বুলেট!
গত সোমবার ইমামবাড়া হাসপাতালে ৫ প্রসূতির প্রসব হয়। তার পর থেকেই প্রসূতিদের অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার তাঁদের হাসপাতালের সংকটজনক সেবা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। সদ্যোজাতদের পাঠানো হয় অসুস্থ সদ্যোজাত সেবা কেন্দ্রে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার ৫ জনেরই অবস্থার আরও অবনতি হয়। বিকেলে তাঁদের কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এদের মধ্যে ২ জনকে SSKM হাসপাতাল ও ২ জনকে মেডিক্যাল কলেজে পাঠানো হয়। তার মধ্যে অঞ্জলি মণ্ডল নামে এক প্রসূতির পথেই মৃত্যু হয়।
কী কারণে এই প্রসূতিরা অসুস্থ হয়ে পড়লেন তা নিয়ে উঠছে প্রশ্ন। এব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেননি মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্গমৌলি কর। তিনি বলেন, বিষয়টি উদ্বেগের। যে চিকিৎসক অস্ত্রোপচার করেছেন তিনি অত্যন্ত অভিজ্ঞ। সেখানে যে ওষুধ ব্যবহার হয়েছে তা আরও অনেকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাইরে থেকে কোনও ওষুধ আনতে বলা হয়নি। তার পরেও কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা দরকার।
আরও পড়ুন - ‘বেনানা রিপাবলিক হয়ে উঠতে পারে না’, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করল রাজ্যপাল
এই ঘটনার তদন্তে শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে কমিটি গঠন করেছে স্বাস্থ্য ভবন। গোটা অস্ত্রোপচারের অডিট করবেন তাঁরা। অস্ত্রোপচারে যে সমস্ত ওষুধ ও শল্য ব্যবহার হয়েছে তা-ও পরীক্ষা করে দেখবেন তাঁরা।