বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Murshidabad murder case: স্ত্রীকে খুন করার পর কবর দিয়েছিল স্বামী, আদালতের নির্দেশে তোলা হল দেহ

Murshidabad murder case: স্ত্রীকে খুন করার পর কবর দিয়েছিল স্বামী, আদালতের নির্দেশে তোলা হল দেহ

কবর থেকে তোলা হল মৃতদেহ। (প্রতীকী ছবি)

আজ সকালে সুতি থানার পুলিশ এবং সামশেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডার উপস্থিতিতে ফিরোজার দেহ কবর থেকে তোলা হয়। দেহ তোলার পর তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের পর পুনরায় কবর দেওয়া হবে তাঁর দেহ। এদিন ফিরোজা খাতুনের দেহ তোলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম ফিরোজা বিবি। তথ্য প্রমাণ লোপাট করার জন্য লুকিয়ে স্ত্রীকে কবর দিয়েছিলেন স্বামী। সেই ঘটনায় ফিরোজার পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে কবর থেকে তার দেহ তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। অবশেষে মঙ্গলবার সকালে ওই গৃহবধুর দেহ থেকে তোলা হল।

আজ সকালে সুতি থানার পুলিশ এবং সামশেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডার উপস্থিতিতে ফিরোজার দেহ কবর থেকে তোলা হয়। দেহ তোলার পর তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের পর পুনরায় কবর দেওয়া হবে তাঁর দেহ। এদিন ফিরোজা খাতুনের দেহ তোলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুতি থানার মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা ফিরোজা বিবি। তাঁর তিনটি সন্তান রয়েছে। গত ২৩ জানুয়ারি ঘরের মধ্যে রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয়। এরপরের দিন ২৪ জানুয়ারি কাউকে কিছু না জানিয়ে মৃতদেহ লুকিয়ে করব দেয় তাঁর স্বামী । ঘটনায় গৃহবধুর বাপের বাড়ির সদস্যরা ফিরোজাকে খুন করার অভিযোগ তোলেন। তাঁদের অভিযোগ ছিল, পরকীয়া সন্দেহে ফিরোজাকে খুন করেছিল তার স্বামী জাহাঙ্গীর আলম। খুন করার পর ময়নাতদন্তের আগেই তাঁর দেহ লুকিয়ে ফেলার জন্য কবর দিয়েছিল জাহাঙ্গীর।

সেই ঘটনায় সুতি থানায় খুনের অভিযোগ দায়ের করেন ফিরোজার পরিবার। পাশাপাশি ফিরোজার পরিবারের সদস্যরা আদালতের দ্বারস্থ হন। সেই ঘটনায় আদালত ফিরোজার মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশ পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। সেখানে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিডিও। নিরাপত্তার মধ্য দিয়ে মহিলার দেহ কবর থেকে তোলা হয়।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন