দরজা ভেঙে ঘরে ঢুকে তৃণমূল নেতা ভেবে তাঁর ভাগ্নেকে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা কোচবিহারের তুফানগঞ্জের ২ ব্লকের মহিষকুটচি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারি গ্রামের। তৃণমূল নেতা নিহার বড়ুয়ার ভাগ্নেকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। যেখানে ঘটনা ঘটেছে সেই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল নিরঙ্কুশ ক্ষমতায় রয়েছে।
আরও পড়ুন - জেনারেটারে চুল জড়িয়ে ভয়াবহ মৃত্যু গৃহবধূর, জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় যা ঘটল
পড়তে থাকুন - ছাত্রীদের মোবাইলে অশালীন মেসেজ, কুপ্রস্তাব, খারাপভাবে স্পর্শ, কাঠগড়ায় শিক্ষক
নিহারবাবুর মা চৈতি বর্মন বড়ুয়া তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের তৃণমূল সভানেত্রী। গ্রামের বাড়িতে ভাগ্নের সঙ্গে থাকেন নিহারবাবু। একই বিছানায় শোন তাঁরা। বুধবার রাতে নিহারবাবু ছিলেন বাড়ির বাইরে। ওদিকে বাড়ির দরজা শাবল দিয়ে ভোঙে গভীর রাতে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। নিহারবাবুর ভাগ্নেকে নিহারবাবু ভেবে গুলি চালায় তারা। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেওয়ালে লাগে। জানলা দিয়ে পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন নিহারবাবুর ভাগ্নে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার পুলিশ। সেখানে একটা গুলির খোল উদ্ধার হয়েছে।
মহিষকুচি এলাকায় তৃণমূলের সংগঠন খুবই শক্তিশালী বলে দাবি দলের নেতাদের। নিহারবাবু বলেন, এলাকায় দলকে দুর্বল করতে এই হামলা চালানো হয়েছে। রাতে আমি পার্টির কাজ সেরে বাড়ি ফিরছিলাম, তখন শুনি গুলি চলেছে। কে বা কারা গুলি চালাল তা পুলিশকে তদন্ত করে বার করতে হবে।
আরও পড়ুন - প্রিজন ভ্যানে ওঠার আগে ‘ফ্লাইং কিস’ ছুঁড়ল সঞ্জয়, বেপরোয়া আরজি কর কাণ্ডের সিভিক
ওদিকে বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। তৃণমূলের বখরার রাজনীতির জেরেই গুলি চলেছে। নিহার বর্মন ক্রাশারের ব্যবসার সঙ্গে যুক্ত। অবৈধভাবে পাথর উত্তলোন করে বিক্রি করেন তিনি। সেই টাকার বখরা নিয়ে তৃণমূলের অন্দরের বিবাদের জেরেই এই ঘটনা।