বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মোহনবাগান, ইস্টবেঙ্গলের নামে রাস্তা হচ্ছে বাংলার এই শহরে, প্রস্তাব বাজেটে

মোহনবাগান, ইস্টবেঙ্গলের নামে রাস্তা হচ্ছে বাংলার এই শহরে, প্রস্তাব বাজেটে

প্রিয় দলের নামে রাস্তার নামকরণের প্রস্তাব পুর বাজেটে। প্রতীকী ছবি

 প্রিয় দলের নামে রাস্তার নাম রাখার মাধ্যমে কার্যত বাংলার দুই বিখ্যাত ফুটবল ক্লাবকে সম্মান জানানোর রাস্তায় হাঁটছে পুরসভা।

বড় প্রস্তাব রাখা হল শিলিগুড়ির বাজেটে। বরাবরই টেবিল টেনিসের শহর বলে খ্য়াত শিলিগুড়ি। তবে অন্য়ান্য খেলা নিয়েও শিলিগুড়িতে উন্মাদনা কিছু কম নেই। এবার সেই শহর শিলিগুড়িতে দুটি রাস্তার নাম রাখা হল বাংলার দুটি বিখ্যাত ফুটবল টিমের নামে। একটি রাস্তার নাম রাখা হচ্ছে ইস্টবেঙ্গলের নামে। অপর একটি রাস্তার নাম রাখা হচ্ছে মোহনবাগানের নামে। একটি রাস্তার নাম হবে ইস্টবেঙ্গলের লেন। অপর রাস্তার নাম হবে মোহনবাগান লেন। শিলিগুড়ি কর্পোরেশনের বাজেটে এই প্রস্তাব রাখা হয়েছে। খেলার শহর শিলিগুড়িতে বরাবরই ফুটবলকে ঘিরে উন্মাদনা প্রবল। আর প্রিয় দলের নামে রাস্তার নাম রাখার মাধ্যমে কার্যত বাংলার দুই বিখ্যাত ফুটবল ক্লাবকে সম্মান জানানোর রাস্তায় হাঁটছে পুরসভা।

এদিকে বাসিন্দাদের দাবি শিলিগুড়িতে একদিকে যেমন ইস্টবেঙ্গলের সমর্থকরা রয়েছেন, তেমনি মোহনবাগানের সমর্থকরাও প্রচুর সংখ্যক রয়েছেন। সেক্ষেত্রে কেবলমাত্র মোহনবাগানের নামে লেন হলে অন্য দলের সমর্থকরা চটে যেতে পারতেন। অন্যদিকে ইস্টবেঙ্গলের নামে রাস্তা হলে মোহনবাগানের সমর্থকরা অসন্তুষ্ট হতেন। তবে এবার শিলিগুড়ির কর্পোরেশনের এই উদ্যোগে দুই দলের সমর্থকদের মধ্যেই খুশির জোয়ার। শুধু মহানগরীতে মোহনবাগান লেন নয়, শহর শিলিগুড়ির ওয়ার্ডেও থাকবে প্রিয় দলের নামে রাস্তা।

 

বন্ধ করুন