শিলিগুড়ির শালুগাড়ায় রামকৃষ্ণ মিশনের আশ্রমে হামলার ঘটনায় এবার সরাসরি জড়িয়ে গেল তৃণমূলের নাম। শাসকদলের একাধিক নেতার সঙ্গে ভাইরাল হয়েছে হামলায় অন্যতম অভিযুক্ত শুভম মাহাতোর ছবি। ইতিমধ্যে অভিযুক্ত ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তৃণমূলের দাবি, শুভম মাহাতো নামে ওই দুষ্কৃতীর সঙ্গে তাদের কোনও যোগ নেই।
আরও পড়ুন: তৃণমূল সরকারের জমানায় জারি ৫ লক্ষ OBC শংসাপত্র বাতিল বলে ঘোষণা করল হাইকোর্ট
পড়তে থাকুন: আদালতের রায় মানি না, OBC সংরক্ষণ চলছে, চলবে, প্রকাশ্য মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রীর
শালুগাড়ায় রামকৃষ্ণ মিশনের ‘সেবক’ ভবনে হামলার ঘটনায় লাগাতার চাপের মুখে মঙ্গলবার রাতে ৫ জনকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে শিলিগুড়ি কমিশনারেটের ভক্তিনগর থানা। এরই মধ্যে ভাইরাল হয়েছে একের পর এক ছবি। যার কোনওটায় থানার ওসির সঙ্গে দেখা যাচ্ছে অভিযুক্তকে। কোনওটায় আবার তৃণমূল নেতাদের সঙ্গে রয়েছে শুভম।
ইতিমধ্যে ভক্তিনগর থানার প্রাক্তন আইসি অমরেন্দ্র সিং ও তৃণমূল নেতা রঞ্জন সরকারের সঙ্গে দেখা গিয়েছে শুভমের ছবি। তবে শুভমকে তিনি চেনেন না বলে দাবি রঞ্জনবাবু। তিনি বলেন, ‘রাজনীতি করি। রোজ কত লোকে এসে ছবি তুলে যায়। সবাইকে চিনিও না। এখন এটা একটা ট্রেন্ড হয়েছে। ওই ব্যক্তির সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই।’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানায় নতুন IC এলে অনেকেই তাঁকে ফুল নিয়ে সংবর্ধনা জানাতে আসেন। তেমনই দলবল নিয়ে থানায় এসেছিল শুভম।
আরও পড়ুন: পিছিয়ে থাকা সম্প্রদায়ের সংরক্ষণ ছিনতাই করে মুসলিমদের দিয়েছেন মমতা: অমিত শাহ
যদিও বিজেপিসহ বিরোধীদের দাবি, শাসক ও পুলিশের প্রচ্ছন্ন মদত না থাকলে রামকৃষ্ণ মিশনে আগ্নেয়াস্ত্র ও দলবল নিয়ে হামলা চালানোর মতো সাহস দুষ্কৃতীদের হয় না। পুলিশ ও তৃণমূলের মদত ও গোঘাটের সভা থেকে মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই শালুগাড়ায় হামলা রয়েছে বলে দাবি তাদের। বিজেপি নেতা শংকর ঘোষ বলেন, যার বিরুদ্ধে সন্ন্যাসীদের ওপর হামলার অভিযোগ তার অভিযোগের ভিত্তিতে সন্ন্যাসীর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারা দিয়েছে পুলিশ। অথচ তারা জানেই না যে সেই সন্ন্যাসী ৩০ বছর ধরে প্রয়াগরাজে থাকেন। এতেই স্পষ্ট পুলিশ কার পাশে রয়েছে। কেন এখনো মূল অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেফতার করা হল না, সেই প্রশ্ন তুলেও সোচ্চার হয়েছেন তিনি।