পুজোর মুখে ক্রমশ দখল হচ্ছিল রাস্তা। পসার সাজাচ্ছিলেন নতুন নতুন হকাররা। সেই দখলদারি উচ্ছেদ করতে গিয়ে হকারদের হামলার মুখে পড়ল পুলিশ। শুক্রবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি শহরের দিনবাজারে। পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন হকাররা। পালটা হকারদের তাড়িয়ে তাড়িয়ে পেটায় পুলিশ।
আরও পড়ুন - এবার গ্রেফতার আরজি করের টিএমসিপি নেতা আশিস পাণ্ডে, সিবিআই জালে সন্দীপের ডান-হাত
পড়তে থাকুন - মুর্শিদাবাদ সীমান্তে ২ ভারতীয়কে অপহরণ করল বাংলাদেশি সীমান্তরক্ষীরা
পুজোর মুখে জলপাইগুড়ি শহরের অন্যতম ব্যস্ত এলাকা দিনবাজারের রাস্তার একাংশ দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ আসছিল প্রশাসনের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার পদক্ষেপ করে পুলিশ। কোতয়ালি থানার বিশাল বাহিনী দিনবাজারে পৌঁছে রাস্তা দখল করে বসা হকারদের উঠে যেতে অনুরোধ করে। কিন্তু হকাররা নড়তে রাজি ছিলেন না। এর পর হকার উচ্ছেদ শুরু করে পুলিশ ও প্রশাসন। পালটা প্রতিরোধ গড়ে তোলেন হকাররা। পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
হকারদের দাবি, পুজোর বাকি আর হাতে গোনা কয়েকদিন। এমনিতেই এবার পুজোয় মন্দা। তার ওপরে শেষবেলায় পুলিশ এসে দোকান সরিয়ে ফেলতে বলছে। তাহলে যাব কোথায়? উচ্ছেদের প্রতিবাদে পথ অবরোধ শুরু করেন হকাররা। এরই মধ্যে উত্তেজনা চরমে পৌঁছলে পুলিশ লাঠি হাতে হকারদের তাড়া করে। লক্ষ্মী শাহ নামে এক হকারকে বেধড়ক মারধরের পর আটক করে পুলিশ। হকারদের প্রশ্ন, বারবার দিনবাজারেই কেন উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন? শহরের অন্যান্য যে সব রাস্তা দখল হয়ে গিয়েছে সেখানে কেন নজর পড়ে না তাদের?
আরও পড়ুন - পাচারের সময় নদিয়া সীমান্তে উদ্ধার আজব প্রাণী, জানেন এর নাম কী?
এই ঘটনায় দিনবাজার ব্যাবসায়ী সমিতির সম্পাদক দিলীপ শা জানিয়েছেন, পুলিশের হাতে আটক ব্যাবসায়ীরা সমিতির কেউ না। পুলিশের অভিযানকে সমর্থন করেছেন তিনি।