বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Ration: রেশনে বায়োমেট্রিক নিয়ে সমস্যা দীর্ঘদিনের, সমাধানে করা হবে চোখের মণি যাচাই

Ration: রেশনে বায়োমেট্রিক নিয়ে সমস্যা দীর্ঘদিনের, সমাধানে করা হবে চোখের মণি যাচাই

রেশনে চোখের মণি যাচাই করার কথা ভাবছে রাজ্য। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

সাধারণত বায়োমেট্রিকের সাহায্যে গ্রাহকদের যাচাই করার ক্ষেত্রে দেশজুড়ে বহু ক্ষেত্রেই সমস্যার মুখে পড়তে হচ্ছে গ্রাহক এবং ডিলারদের। অনেক ক্ষেত্রে বায়োমেট্রিকের ছাপ না মেলায় রেশন পাচ্ছেন না গ্রাহকরা। আর এই নিয়ে গ্রাহকদের সঙ্গে ডিলারদের ঝামেলা লেগেই রয়েছে। 

বর্তমানে রেশন তোলার ক্ষেত্রে বায়োমেট্রিক বাধ্যতামূলক রয়েছে। গত কয়েক বছর ধরেই এরকমই নিয়ম রয়েছে। অর্থাৎ রেশন সামগ্রী দেওয়ার ক্ষেত্রে গ্রাহকের আঙুলের ছাপ মিলিয়ে দেখা হয় তারপরেই ডিলাররা রেশন দিয়ে থাকেন। তবে সেক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিত। তাই এবার গ্রাহকদের যাচাই করে রেশন দেওয়ার ক্ষেত্রে বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। কারণ এবার বায়োমেট্রিকের পাশাপাশি চোখের মণি যাচাই করে রেশন দেওয়ার প্রস্তাব দিয়েছে কেন্দ্র সরকার।

কেন এই প্রস্তাব?

সাধারণত বায়োমেট্রিকের সাহায্যে গ্রাহকদের যাচাই করার ক্ষেত্রে দেশজুড়ে বহু ক্ষেত্রেই সমস্যার মুখে পড়তে হচ্ছে গ্রাহক এবং ডিলারদের। অনেক ক্ষেত্রে বায়োমেট্রিকের ছাপ না মেলায় রেশন পাচ্ছেন না গ্রাহকরা। আর এই নিয়ে গ্রাহকদের সঙ্গে ডিলারদের ঝামেলা লেগেই রয়েছে। সম্প্রতি এই বিষয়টি পৌঁছেছে কেন্দ্রের কাছে। তাই সমস্যা সমাধানের জন্য বিকল্প পদ্ধতি হিসেবে চোখের মণি যাচাইয়ের বিষয়টিতে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনকী কেন্দ্রের তরফে রাজ্যের কাছেও এই মর্মে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু, তাতে জানানো হয়েছে রাজ্য সরকার চাইলে মন্ত্রিসভায় বিষয়টি পাশ করিয়ে নিজেরাই এই পদ্ধতি চালু করতে পারে। 

এ বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের খাদ্য দফতরে আলোচনা হয়েছে। আধিকারিকরা এই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। আধিকারিকরা মনে করছেন, নতুন এই পদ্ধতি চালু হলে রেশন নিয়ে ঝামেলা অনেকটাই কমবে। কারণ বায়োমেট্রিক না মেলা নিয়ে ডিলাররা বহুবার অভিযোগ জানিয়েছেন। ফলে চোখের মণি যাচাইয়ের ব্যাপারটি চালু হলে সে ক্ষেত্রে সমস্যাটা কমবে। কারণ চোখের মণির কোনও বদল হয় না। এখন এ বিষয়টি দ্রুত কার্যকর করতে চাইছে খাদ্য দফতর।

বন্ধ করুন