হাওড়া পুরসভার কাজে গতি আনতে গত বছর অনলাইন পরিষেবা চালু হয়েছিল। তার এক বছরের মধ্যেই মিলল সুফল। দুর্দশা কাটিয়ে এখন পুরসভার আয় অনেকটাই বেড়েছে। পুর প্রশাসন সূত্রের খবর, বেশ কয়েকটি দফতরের আয় বেড়েছে ৩ থেকে ৪ গুণ। এর ফলে আশার আলো দেখছে পুর কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে আরও বেশকিছু পরিষেবা অনলাইনে চালু করতে চাইছে হাওড়া পুরসভা।
হাওড়া পুরসভায় রয়েছে ৫০টি ওয়ার্ড। বর্তমানে হাওড়া পুরসভায় কোনও নির্বাচিত বোর্ড নেই। প্রশাসক মন্ডলীর সাহায্যে পুরসভা পরিচালনা করা হচ্ছে। যার ফলে পুরসভার রাজস্ব আদায়ের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে। যে পরিমাণ আদায় হওয়ার কথা তার থেকে অনেক কম রাজস্ব আদায় হয়েছে গত কয়েক বছরে। বিভাগীয় দুর্নীতি থেকে শুরু করে পুরসভার কাজে গিয়ে হয়রানি হতে হচ্ছে সাধারণ নাগরিককে। এই সমস্যা মেটাতে বছরখানেক আগেই তৎকালীন পুর কমিশনার বিজিন কৃষ্ণ বিভিন্ন দফতরের অনলাইন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছিলেন। যদিও বিভিন্ন কারণে সেই সময় এই পরিষেবা চালু হয়নি। পরে বর্তমান পুর কমিশনার ধবল জৈন এবং পুর চেয়ারপার্সন সুজয় চক্রবর্তীর উদ্যোগে বেশ কয়েকটি বিভাগ যেমন লাইসেন্স, সম্পত্তিকর, বিল্ডিং-এর নকশা অনুমোদন, স্টোর-সহ একাধিক দফতরে অনলাইন ব্যবস্থা চালু হয়। তারপর থেকে রাজস্ব আদায় বেড়েছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, অনলাইন ব্যবস্থা চালু করার পাশাপাশি কয়েকটি দফতরে বিশেষ অভিযান চালিয়ে গত কয়েক বছরের তুলনায় ৩ থেকে ৪ গুণ আয় বেড়েছে। হাওড়া পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, অনলাইনে লাইসেন্স পরিষেবার ক্ষেত্রে আয় বেড়েছে দ্বিগুণ। সম্পত্তি কর আদায় বেড়েছে আড়াই গুণ। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি পরিষেবা যেমন জলবাহী গাড়ি, শববাহী গাড়ি-সহ অন্যান্য পরিষেবা অনলাইনে ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, অর্থের অভাবে হাওড়া পুরসভার একাধিক সংস্কার মূলক কাজ পিছিয়ে রয়েছে। বিশেষ করে বেশ কয়েকটি এলাকায় রাস্তার সংস্কার হয়নি। সব মিলিয়ে ১০৫টির বেশি ভাঙা রাস্তার তালিকা তৈরি হয়েছিল ২০২২-২৩ অর্থবর্ষে। যার মধ্যে সামান্য কাজই হয়েছে। এছাড়াও বেশ কিছু কাজ বাকি রয়েছে। সেগুলি আগামী দিনে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। নিকাশি ব্যবস্থার ওপরও জোর দেওয়া হচ্ছে। পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী জানিয়েছেন, পুরসভার আয় বেড়েছে। সেই টাকাতে অনেক সংস্কারের কাজ হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup