আরজি কর কাণ্ডের প্রতিবাদে নেতৃত্ব দেওয়ার পর থেকে রাজ্য সরকারের তরফে একের পর এক পদক্ষেপ করা হচ্ছে রাজ্যের সরকারি চিকিৎসকদের বিরুদ্ধে। সেই ধারা বজায় রেখে এবার উত্তরবঙ্গ মেডিক্যালের ১৬ জন চিকিৎসকের বেতন বন্ধ করে দিল রাজ্য। অভিযোগ, দিনের পর দিন হাসপাতালে নির্দিষ্ট দায়িত্ব পালন করেননি তাঁরা। গরহাজিরার কারণ জানতে নোটিশ পাঠানো হলেও জবাব দেননি তাঁরা। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সঙ্গে পথে নেমেছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও। বিচারের দাবিতে সেখানেও হয়েছে ধরনা, অনশন। এমনকী শিলিগুড়ি থেকে কলকাতা এসে আন্দোলনে যোগদান করেছেন অনেকে। অভিযোগ, রাজরোষে পড়েছেন সেই চিকিৎসকরাই। হাসপাতাল থেকে ছুটি না নিয়ে আন্দোলনে যোগদান করায় তাদের বেতন বন্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা ২টি দল তৈরি করেছেন। প্রতিটি দল ২ দিন করে ডিউটি করে। বাকি সময় কলকাতায় প্রাইভেট প্র্যাকটিস করেন।অর্থোপেডিক, সার্জারি, নেফ্রোলজি, প্রসূতি, চক্ষু বিভাগের অধ্যাপক চিকিৎসকদের বিরুদ্ধে এই অভিযোগ করেছে কর্তৃপক্ষ। অনিয়মিত হাজিরার কারণে ১৬ জন সিনিয়র চিকিৎসকের জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়নি। বিষয়টি স্বাস্থ্যভবনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ।
সরকারের পদক্ষেপ নিয়ে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বলেন, এটা সত্যি যে কয়েকজন চিকিৎসক রয়েছেন যারা শিলিগুড়িতে থাকেনই না। কিন্তু তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার নামে প্রতিবাদী চিকিৎসকদের হেনস্থা করছে সরকার। এই সরকারের বিরুদ্ধে মুখ খুললেই প্রতিহিংসার মুখে পড়তে হবে। তা তিনি চিকিৎসকই হোন না কেন।