হাতে আর মাত্র দুদিন রয়েছে। কিন্তু, এখনও ৫১ হাজার বাড়ির অনুমোদন দিতে পারিনি রাজ্য। কারণ অনেক ক্ষেত্রেই সঠিক কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার অনেক ক্ষেত্রেই ভিন রাজ্যে কাজে গিয়েছেন অনেকেই। কেন্দ্রের তরফে অনুমোদনের সময়সীমা বাড়ানোর পরও তা শেষের পথে। এই অবস্থায় যতটা বেশি সংখ্যক বাড়ির অনুমোদন দেওয়া যায় তা নিয়ে সতর্ক করা হয়েছে সমস্ত জেলা প্রশাসনের আধিকারিকদের।
বাড়ির অনুমোদন দেওয়া নিয়ে শনিবার সমস্ত জেলা প্রশাসনের অধিকারিকদের সঙ্গে বৈঠক করেন নবান্নের কর্তারা। মোট ৫১ হাজার ৬৬৭টি বাড়ির অনুমোদন এখনও বাকি রয়ে গিয়েছে। তাই নিয়ম মেনে যাতে বেশি সংখ্যক বাড়ির অনুমোদন দেওয়া যায় সে বিষয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের সতর্ক করা হয়েছে। প্রথমে বাড়ির অনুমোদনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল। পরে কেন্দ্রের তরফে বাড়ানো হয় আরও ১ মাস। এখনও বাকি আছে ৫১ হাজারের বেশি বাড়ি। তবে এরমধ্যে কিছু সংখ্যক বাড়ির অনুমোদন দেওয়া সম্ভব হলেও সেক্ষেত্রে অধিকাংশ বাড়ির অনুমোদন দেওয়া কার্যত অসম্ভব বলেই মনে করছেন আধিকারিকরা।
প্রসঙ্গত, আবাস প্লাস যোজনার আওতায় ৩১ মার্চের মধ্যে ২ কোটি ৩৭ লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে কেন্দ্রের। এর মধ্যে বাংলায় রয়েছে সাড়ে ১১ লক্ষ বাড়ি। বরাদ্দ সত্ত্বেও বাড়ি তৈরির অনুমোদন দিতে না পারার তালিকায় সবচেয়ে উপরে রয়েছে অসম, উত্তরপ্রদেশ ও গুজরাট।
ইতিমধ্যেই আবাস যোজনায় দুর্নীতি সামনে আসতেই কেন্দ্রের প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে দেখেছে। সে ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তেমন পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধি দল এনিয়ে রাজ্যকে সার্টিফিকেটও দিয়েছে। তবে ৩১ জানুয়ারি পর সময়সীমা বাড়ালে সেক্ষেত্রে বাকি বাড়িগুলির অনুমোদন দেওয়া সম্ভব হবে বলে মনে করছে রাজ্য।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup