বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > School head teacher: বনধকে সমর্থন করায় সরকারের রোষের মুখে পড়লেন শিক্ষিকা, শোকজ করল শিক্ষা দফতর

School head teacher: বনধকে সমর্থন করায় সরকারের রোষের মুখে পড়লেন শিক্ষিকা, শোকজ করল শিক্ষা দফতর

বনধকে সমর্থন করায় সরকারের রোষের মুখে পড়লেন শিক্ষিকা, শোকজ করল শিক্ষা দফতর (PTI)

প্রধান শিক্ষিকার নাম নিতু সাহা। বৃহস্পতিবার শিক্ষক দিবসে জেলা শিক্ষা দফতরের কাছ থেকে তিনি কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। জানা গিয়েছে, সরকারি নির্দেশ উপেক্ষা করে ওই দিন তিনি শুধু অনুপস্থিত ছিলেন তাই নয়, তিনি বনধের সমর্থনেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

নবান্ন অভিযানের পরের দিনই পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছিল বিজেপি। সেই বনধ ঘিরে জেলায় জেলায় চলে বিক্ষোভ অবরোধ। বিভিন্ন জায়গায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তবে রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি কর্মীদের অফিসে যেতে হবে। কাজকর্ম স্বাভাবিক রাখার জন্য নির্দেশ দিয়েছিল। কিন্তু, সেই নির্দেশ উপেক্ষা করে স্কুলে কাজে যোগ দেননি আমতার একটি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষিকা। শুধু তাই নয়, বনধের সমর্থনে তিনি সোশ্যাল পোস্টও করেছিলেন।এবার কেন তিনি বিদ্যালয়ে উপস্থিত থাকেননি? তা জানতে চেয়ে শোকজ করা হল ওই শিক্ষিকাকে। ঘটনাটি আমতার সিরাজবাটি চক্রের উদং উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।

আরও পড়ুন: ‘হাতজোড় করছি, মারবেন না’! বিজেপির বনধের সমর্থনে রাস্তায়, আটক রূপা গঙ্গোপাধ্যায়

প্রধান শিক্ষিকার নাম নিতু সাহা। বৃহস্পতিবার শিক্ষক দিবসে জেলা শিক্ষা দফতরের কাছ থেকে তিনি কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। জানা গিয়েছে, সরকারি নির্দেশ উপেক্ষা করে ওই দিন তিনি শুধু অনুপস্থিত ছিলেন তাই নয়, তিনি বনধের সমর্থনেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তাতে তিনি লিখেছিলেন, বিদ্যালয়ের ছাত্রীদের সুরক্ষা চাই। মেয়েদের সুরক্ষা চাই। তাদের ইচ্ছাকে মর্যাদা দিতে হবে। সেই দাবিতে বনধকে সমর্থন জানিয়ে স্কুলে কাজে যোগ না দেওয়ার কথা সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছিলেন ওই শিক্ষিকা। তারপরেই তাঁকে শোকোজ করা হয়েছে। তবে এ বিষয়ে বনধকে সমর্থনের দাবিতেই অনড় রয়েছেন প্রধান শিক্ষিকা। তিনি জানান, নারীদের নিরাপত্তার দাবিতে তিনি বনধকে সমর্থন করেছেন।  ভবিষ্যতে তিনি প্রতিবাদ চালিয়ে যাবেন। শোকজের উত্তর দেবেন বলে জানিয়েছেন। 

অন্যদিকে, শিক্ষক দিবসে শোকজ পাওয়ায় তিনি শিক্ষা দফতরকে ধন্যবাদ জানিয়েছেন। যদিও জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জানান, শিক্ষা দফতরের নির্দেশ মেনেই প্রধান শিক্ষিকাকে নোটিশ পাঠানো হয়েছে। উত্তর পাওয়ার পর এ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, বনধকে ঘিরে বহু জায়গায় চরম বিক্ষোভ হয়েছিল। এমনকী বিজেপির তরফে স্কুল বাসে উঠে পড়ুয়াদের স্কুলে না গিয়ে সেদিন বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

এবার আর আনকোরা দল নয়, তিলকের নেতৃত্বে তারকাখচিত টিম পাঠাচ্ছে ভারত অনেক ব্যর্থ হয়েছি, এর সঙ্গে কীভাবে লড়াই করতে হয় সেটাও জানতাম- সঞ্জু স্যামসন ভুয়ো বক্স অফিস দেখাতে জিগরার টিকিট নিজেই কিনছেন আলিয়া! দিব্যার অভিযোগে সরব করণ আজ বৃষ্টি ১০ জেলায়, কাল বর্ষা বিদায় নেবে বাংলা থেকে, তারপরে কোথায় বর্ষণ বাড়বে? ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.