বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC group clash: ‘ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব’, তৃণমূলের যুব সভাপতিকে হুমকি পুরপ্রধানের

TMC group clash: ‘ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব’, তৃণমূলের যুব সভাপতিকে হুমকি পুরপ্রধানের

যুব তৃণমূলের বিক্ষোভ। নিজস্ব ছবি।

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সোনু সিং কয়েক বছর ধরে খড়গপুর পুরসভার অ্যাকাউন্ট বিভাগে কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে কাজ করছেন। হঠাৎ তাঁকে খড়গপুর পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষ পুরসভার অ্যাকাউন্ট বিভাগ থেকে সরিয়ে অন্য বিভাগে যাওয়ার কথা বলেন বলেন।

পঞ্চায়েত ভোটের আগে আবারও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠল পুর প্রধানের বিরুদ্ধে। খড়গপুর পুরসভার পুর প্রধান কল্যাণী ঘোষের বিরুদ্ধে খড়গপুর শহরের যুব তৃণমূল সভাপতি সোনু সিংকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরসভার সামনে দফায় দফায় বিক্ষোভ করেন যুব তৃণমূল সভাপতির অনুগামীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তৃণমূল সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সোনু সিং কয়েক বছর ধরে খড়গপুর পুরসভার অ্যাকাউন্ট বিভাগে কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে কাজ করছেন। হঠাৎ তাঁকে খড়গপুর পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষ পুরসভার অ্যাকাউন্ট বিভাগ থেকে সরিয়ে অন্য বিভাগে যাওয়ার কথা বলেন বলেন। অন্য বিভাগে যাওয়ার কথা শুনেই তৃণমূলের যুব নেতা তথা খড়গপুর পুরসভার কন্ট্রাকচুয়াল কর্মী সোনু সিং অস্বীকার করেন। এর পরেই পুরসভার পুরপ্রধান এবং যুব নেতার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। যুব নেতাকে নিরাপত্তা কর্মী দিয়ে ঘাড়ে ধাক্কা মেরে পুরসভা থেকে বের দেওয়ার হুমকি দেন পুর প্রধান। এরপরেই খড়গপুর শহরের যুব সভাপতি তথা খড়গপুর পুরসভার কন্ট্রাকচুয়াল কর্মী সোনু সিংয়ের কর্মী সমর্থকরা খড়গপুর পুরসভার গেটে দফায় দফায় বিক্ষোভ দেখায়। এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে।

যুব সভাপতি অভিযোগ করেছেন, ‘যারা ৬ মাস ধরে দল করছে পুরসভার সেই সমস্ত কর্মীদের টাকা মেটানো হচ্ছে। অথচ আমরা ২০০৬ সাল থেকে তৃণমূল করছি। আমাদের দাবি মেটানো হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই আমরা এই দল করছি। কিন্তু আমাদের সঙ্গে ন্যায় বিচার করা হচ্ছে না। পুরপ্রধান কল্যাণী ঘোষ আমাদের সঙ্গে অন্যায় করছেন। উনি দলের কথা শুনছেন না। আমাকে বলছে সিকিউরিটি গার্ড দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবেন।’ তাঁর অভিযোগ, দিলীপ ঘোষের হয়ে কাজ করছেন পুরপ্রধান।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন