তৃণমূল নেতার মারে মাথা ফাটল সিভিক ভলান্টিয়ারের। ঘটনাটি বীরভূমের মুরারই থানার রামনগর গ্রামে। আহত সিভিক ভলান্টিয়ারের নাম অমিত চৌধুরী। তিনি বীরভূমের মুরারই থানার সিভিক ভলান্টিয়ার। বিষয়টি জানিয়ে মুরারই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সিভিক ভলান্টিয়ার।
আরও পড়ুন: বনকর্মী খুনে ৩ বাংলাদেশি চোরাশিকারি গ্রেফতার, মধু-হরিণের জন্য জলসীমা লঙ্ঘন
পড়তে থাকুন: বাংলাদেশের সাংসদের দেহ ৮০ টুকরো করতে কত টাকা মিলেছিল? খুনের তদন্তে নয়া মোড়
জানা গিয়েছে, রামনগর গ্রামের একটি জায়গা নিয়ে অমিত চৌধুরীর সঙ্গে বিবাদ চলছিল প্রতিবেশী জগবন্ধু মন্ডলের। সেই ও বিবাদের জেরে জগবন্ধু মন্ডলের বাড়িতে কোর্টের নোটিস আসে। আক্রান্ত সিভিক ভলান্টিয়ারের অভিযোগ, সেই নোটিশ হাতে পাওয়ার পরেই এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা সাথী মন্ডলের স্বামী তাপস মন্ডল জগবন্ধু মন্ডলকে সঙ্গে নিয়ে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। মারধর করা হয় সিভিক ভলান্টিয়ার ও তাঁর মা এবং পিসিকে।
যদিও এই অভিযোগ অস্বীকার করে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা তাপস মন্ডল। তার অভিযোগ, সিভিক ভল্যান্টিয়ার ও তার দলবল তাদের উপরে চড়াও হয়ে মারধর করেছে।
অমিতবাবু বলেন, তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে আমার বাড়ি এসে আমাকে মারধর করেছে জগবন্ধু মন্ডল। আমার বৃদ্ধা মা ও পিসিকে নিগ্রহ করেছে। আমাদের বাড়ি ভাঙচুর করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। অমিতের করা অভিযোগের ভিত্তিতে এখনও তৃণমূল নেতা বা তাঁর কোনও সঙ্গীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের জেরেই ছাত্রমৃত্যু ঘটে, কর্মসমিতির বৈঠকে শাস্তিতে সিলমোহর
মুরারই থানা সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তথ্যপ্রমাণ হাতে এলে উপযুক্ত পদক্ষেপ করা হবে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, বিষয়টি ব্যক্তিগত। এর সঙ্গে রাজনীতির যোগ নেই। জমি সংক্রান্ত বিবাদের জেরে হামলা হয়েছে। পুলিশ উপযুক্ত পদক্ষেপ করবে।