স্কুলের চাল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক তৃণমূল নেতা। ওই তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের নেগুয়ায়।
আরও পড়ুন - শিল্প-কারখানা তৈরির জন্য ১ টাকায় জমি সৌরভকে, জনস্বার্থ মামলায় বড় রায় হাইকোর্টের
পড়তে থাকুন - হামলা সত্ত্বেও সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখলেন মহিলা BSF কনস্টেবল
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে নেগুয়া সুন্দর নারায়ণ হাই স্কুলের গ্ৰুপ ডি কর্মী তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মানিক বেরা স্কুলের মিড ডে মিলের চাল টোটোতে করে বাড়ি নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসা করতে গেলে মানিক বেরা সেখান থেকে পালিয়ে স্কুলের মধ্যে ঢুকে আত্মগোপন করে বলে অভিযোগ। টোটো চালককে স্থানীয়রা জিজ্ঞাসা করলে সমস্ত সত্যি বেরিয়ে আসে। ওই চাল চুরি করে দোকানে বিক্রি করার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিলো বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। মোট ৮টি বস্তায় প্রায় ৪ কুইন্টাল মিড-ডে-মিলের চাল স্কুল থেকে সরিয়ে বিক্রি করার ফন্দি এঁটেছিল তৃণমূল নেতা।
ঘটনার কথা জানাজানি হতেই নেগুয়া বাজারে প্রচুর মানুষ এসে ভিড় জমায়। উত্তেজিত জনতা স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখায়। নেগুয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে ওই টোটো চালককে আটক করে নিয়ে যায়।
Pi
স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি বিমল শিট বলেন, আগে থেকেই এরকম চুরি হচ্ছিল। আজ সেটা প্রমাণিত হলো। রাতের অন্ধকারে এরকম চাল চুরি হত। এর আগেও আমরা এসআই অফিস ও বিডিও অফিসে জানিয়েছি। কিন্তু প্রামাণের অভাবে কিছু করা যায়নি। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি, দোষীদের চূড়ান্ত শাস্তি দিতে হবে। তা না হলে আগামী কাল থেকে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ নামবে বিজেপি।
আরও পড়ুন - বাড়ির সুইমিং পুল থেকে ভ্যানিশ কচ্ছপ, আবার জামালের দুয়ারে বনকর্মীদের হতাশা
এগরা ১ ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্য চক্রবর্তী জানিয়েছেন, বিষয়টি আমরা জেনেছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দোষী যে কোনও দলের কর্মী হতে পারে। সেটা কোনো বিষয় নয়। যদি অভিযুক্ত তৃণমূলের সাথে যুক্ত হন নিশ্চিতভাবে দল উপযুক্ত ব্যবস্থা নিবে। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে এগরা ১ নম্বর ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।