প্রতিবেশীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে গিয়েছিলেন লজে। সেখানেই মৃত্যু হল এক প্রৌঢ়ার। আর চিকিৎসক প্রৌঢ়াকে মৃত ঘোষণা করতেই পালালেন তাঁর প্রেমিক। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং বাজার এলাকার ঘটনা। পলাতক প্রেমিক।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ক্যানিং বাজারের একটি লজে ওঠেন ওই যুগল। কিছুক্ষণ পর প্রৌঢ় ঘর থেকে বেরিয়ে জানান মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। সঙ্গে সঙ্গে মহিলাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি মহিলাকে মৃত ঘোষণা করেন। এর পরই সবার নজর এড়িয়ে কেটে পড়েন মহিলার সঙ্গী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পৌঁছন পদস্থ কর্তারা। তাঁরা ঘটনাস্থল খতিয়ে দেখেন। তদন্তের স্বার্থে ঘরটি সিল করে দিয়েছেন তদন্তকারীরা। মহিলার সঙ্গীর খোঁজ করছেন তাঁরা। সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেন নিহত মহিলার দাদা।
pi
ওদিকে ঘটনার পর লজের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তাঁদের দাবি, ওই লজে দেহব্যবসা চলে। অবিলম্বে লজ বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।