নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভে যখন উত্তাল রাজ্য তখন জলপাইগুড়িতে উঠল মারাত্মক অভিযোগ। এক তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়ে বন্ধুদের দিয়ে গণধর্ষণ করানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনা জলপাইগুড়ি জেলার মালবাজার থানা এলাকার। এই ঘটনায় ৫ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন - ইস্তফা দিয়ে হাঁফ ছেড়ে বেঁচেছি, এই কুচক্র-রাজের বিহিত করতেই হবে
পড়তে থাকুন - সিপি পদ খুইয়ে বিপাকে বিনীত গোয়েল, মামলা খারিজ করতে অস্বীকার করল হাইকোর্ট
নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয়েছে, নির্যাতিতা সিকিমে কাজ করেন। সম্প্রতি ছুটিতে বাড়ি ফেরেন তিনি। এর পর স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। যুবতীকে দেখা করার নাম করে স্থানীয় একটি চা বাগানে ডাকেন ওই যুবক। সেখানে যুবতী পৌঁছলে প্রথমে তাঁকে ধর্ষণ করে সে। এর পর সেখানে পৌঁছয় যুবকের ৪ বন্ধু। তারাও দফায় দফায় যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ।
কোনওক্রমে বাড়ি ফিরে যুবতী ঘটনার কথা বাড়িতে জানান। এর পর পরিবারের তরফে মালবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। ৫ যুবকের বিরুদ্ধে যুবতীকে ধর্ষণের অভিযোগ আনে পরিবার।
অভিযোগ পেতেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ, ইতিমধ্যে অভিযুক্ত পাঁচ যুবককে গ্রেফতার করে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করেছে তারা।
আরও পড়ুন - টালা থানার ওসিকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ, পাশে থাকার বার্তা স্রেফ আশ্বাস
রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের দাবি, রাজ্যে ধর্ষকদের প্রতি কঠোর মনোভাব দেখাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। যার ফলে বেপরোয়া হয়ে উঠেছে দুষ্কৃতীরা। সাম্প্রতিক আন্দোলনের কিছু প্রভাব শহরলাগোয়া এলাকায় পড়লেও গ্রামাঞ্চলে মহিলারা একখনও ততটা অরক্ষিত, নিরাপত্তাহীন।