নারী ও নাবালিকাদের ওপর যৌন নির্যাতনের বিরুদ্ধে গোটা রাজ্য প্রতিবাদে সরব হলেও ঘটনা থামার নাম নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে নারী ও নাবালিকাদের নিগ্রহের অভিযোগ। কোথাও ধর্ষণ, কোথাও ধর্ষণের চেষ্টা, কোথাও কটূক্তির অভিযোগ উঠছে। যাতে প্রশ্ন উঠছে, নাগরিক প্রতিরোধ সত্বেও কী ভাবে অপরাধীরা এত বেপরোয়া?
বীরভূমের দুবারজপুরে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ২ যুবকের বিরুদ্ধে। নাবালিকার পরিবার জানিয়েছে, টিউশন পড়ে এক বান্ধবীর সঙ্গে ফিরছিল সে। পথে তাকে টেনে নিয়ে যায় পিন্টু সাহাসহ স্থানীয় আরেক যুবক। এর নাবালিকার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে তারা। নাবালিকা চিৎকার করলে অভিযুক্তরা পালায়। অভিযুক্তরা নাবালিকার পোশাক ছিঁড়ে দেয় বলে অভিয়োগ। অভিযুক্ত যুবকরা এলাকায় বিভিন্ন নেশার সামগ্রী বিক্রির সঙ্গে জড়িত বলে দাবি নির্যাতিতার পরিবারের। এখনও ধরা পড়েনি অভিযুক্তরা।
ওদিকে আলিপুরদুয়ারের কালচিনিতে গোপন ভিডিয়ো ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ১৭ বছরের ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ওদিকে উত্তর ২৪ পরগনার অশোকনগরে দ্রোহের আগুন কর্মসূচি থেকে কিছুটা দূরে এক তরুণীকে কটূক্তি করার অভিযোগ উঠেছে ২ যুবকের বিরুদ্ধে। তরুণীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে পুলিশ।