বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Coochbehar: তৃণমূলের মূল কোর কমিটিতে নাম নেই রবীন্দ্রনাথের, বড় পদে পার্থ

Coochbehar: তৃণমূলের মূল কোর কমিটিতে নাম নেই রবীন্দ্রনাথের, বড় পদে পার্থ

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতীম রায়। ফাইল ছবি (ফেসবুক)

লের একাংশের মতে, রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরেই একদিন দল কোচবিহারে শক্ত ভিতের উপর দাঁড়িয়েছিল। সেই রবীন্দ্রনাথ ঘোষের হাতেই তৃণমূলে হাতেখড়ি হয়েছিল পার্থপ্রতীম রায়ের। পরবর্তীতে তৃণমূলের অন্দরে পার্থ- রবি কাজিয়া অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল।

কোচবিহারে তৃণমূলের নয়া কোর কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কোর কমিটির আহ্বায়ক হিসাবে নাম রয়েছে পার্থ প্রতীম রায়ের। কিন্তু ১১জনের সেই মূল কমিটিতে  নেই প্রাক্তন জেলা সভাপতি, প্রাক্তন উত্তরবঙ্গমন্ত্রী রবীন্দ্রানাথ ঘোষের নাম। এদিকে এই তালিকাকে ঘিরে ইতিমধ্যেই দলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। পাশাপাশি রবীন্দ্রনাথ ঘোষ এদিন তাঁর ফেসবুক পোস্টে লেখেন, আমি মুক্ত বিহঙ্গ। এই পোস্টকে ঘিরে নানা চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। অভিমানেই কি এই পোস্ট করেছেন রবীন্দ্রনাথ ঘোষ?

এদিকে এই তালিকায় গিরীন্দ্রনাথ বর্মন, পরেশ অধিকারী, উদয়ন গুহ, জগদীশ বসুনিয়া, বিনয় বর্মন, জলিল আহমেদ, নিরঞ্জন দত্ত, কমলেশ অধিকারী, সুচিস্মিতা দেবশর্মা, পরিমল বর্মনের নাম রয়েছে। এদিকে মূল কমিটিতে নাম নেই রবীন্দ্রনাথ ঘোষের। তবে আমন্ত্রিত সদস্য হিসাবে সমস্ত পুরসভার চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি ও সমস্ত টাউন সভাপতিদের রাখা হয়েছে। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে কোচবিহার পুরসভার চেয়ারম্যান। সেই নিরিখে তিনি কমিটির আমন্ত্রিত সদস্য। কিন্তু মূল কমিটিতে তাঁর স্থান নেই।

তবে দলের একাংশের মতে, রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরেই একদিন দল কোচবিহারে শক্ত ভিতের উপর দাঁড়িয়েছিল। সেই রবীন্দ্রনাথ ঘোষের হাতেই তৃণমূলে হাতেখড়ি হয়েছিল পার্থপ্রতীম রায়ের। পরবর্তীতে তৃণমূলের অন্দরে পার্থ- রবি কাজিয়া অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আর সেই পার্থপ্রতীম রায় বর্তমান কমিটির কনভেনার হলেও গুরুত্ব নেই রবীন্দ্রনাথ ঘোষের।

 

 

 

বাংলার মুখ খবর

Latest News

ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.