বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Coochbehar: তৃণমূলের মূল কোর কমিটিতে নাম নেই রবীন্দ্রনাথের, বড় পদে পার্থ

Coochbehar: তৃণমূলের মূল কোর কমিটিতে নাম নেই রবীন্দ্রনাথের, বড় পদে পার্থ

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতীম রায়। ফাইল ছবি (ফেসবুক)

লের একাংশের মতে, রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরেই একদিন দল কোচবিহারে শক্ত ভিতের উপর দাঁড়িয়েছিল। সেই রবীন্দ্রনাথ ঘোষের হাতেই তৃণমূলে হাতেখড়ি হয়েছিল পার্থপ্রতীম রায়ের। পরবর্তীতে তৃণমূলের অন্দরে পার্থ- রবি কাজিয়া অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল।

কোচবিহারে তৃণমূলের নয়া কোর কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কোর কমিটির আহ্বায়ক হিসাবে নাম রয়েছে পার্থ প্রতীম রায়ের। কিন্তু ১১জনের সেই মূল কমিটিতে  নেই প্রাক্তন জেলা সভাপতি, প্রাক্তন উত্তরবঙ্গমন্ত্রী রবীন্দ্রানাথ ঘোষের নাম। এদিকে এই তালিকাকে ঘিরে ইতিমধ্যেই দলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। পাশাপাশি রবীন্দ্রনাথ ঘোষ এদিন তাঁর ফেসবুক পোস্টে লেখেন, আমি মুক্ত বিহঙ্গ। এই পোস্টকে ঘিরে নানা চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। অভিমানেই কি এই পোস্ট করেছেন রবীন্দ্রনাথ ঘোষ?

এদিকে এই তালিকায় গিরীন্দ্রনাথ বর্মন, পরেশ অধিকারী, উদয়ন গুহ, জগদীশ বসুনিয়া, বিনয় বর্মন, জলিল আহমেদ, নিরঞ্জন দত্ত, কমলেশ অধিকারী, সুচিস্মিতা দেবশর্মা, পরিমল বর্মনের নাম রয়েছে। এদিকে মূল কমিটিতে নাম নেই রবীন্দ্রনাথ ঘোষের। তবে আমন্ত্রিত সদস্য হিসাবে সমস্ত পুরসভার চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি ও সমস্ত টাউন সভাপতিদের রাখা হয়েছে। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে কোচবিহার পুরসভার চেয়ারম্যান। সেই নিরিখে তিনি কমিটির আমন্ত্রিত সদস্য। কিন্তু মূল কমিটিতে তাঁর স্থান নেই।

তবে দলের একাংশের মতে, রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরেই একদিন দল কোচবিহারে শক্ত ভিতের উপর দাঁড়িয়েছিল। সেই রবীন্দ্রনাথ ঘোষের হাতেই তৃণমূলে হাতেখড়ি হয়েছিল পার্থপ্রতীম রায়ের। পরবর্তীতে তৃণমূলের অন্দরে পার্থ- রবি কাজিয়া অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আর সেই পার্থপ্রতীম রায় বর্তমান কমিটির কনভেনার হলেও গুরুত্ব নেই রবীন্দ্রনাথ ঘোষের।

 

 

 

বাংলার মুখ খবর

Latest News

খাইয়ে দেওয়া-চুমু খাওয়া সব হল,শিবপ্রসাদ-কৌশানির 'শিমুল-পলাশ'-গন্ধ মাখা সেকী প্রেম আরজি করের বিচার মিলছে না কেন? জেনেভা গিয়ে প্রশ্নের মুখে এস জয়শঙ্কর, জবাব কী এল? দেশের হয়ে মাঠে নামলে IPL-এর কোনও দাম নেই, জো রুটের থেকে খোঁচা খেয়ে শিখেছেন জুরেল ফোর্ড ফিরছে ভারতে, ফের খুলবে চেন্নাইয়ের কারখানা, বাংলায় আসে না কেন? মমতাকে ‘সামাজিকভাবে বয়কটের’ ডাক!রাজ্যপালকে পালটা ‘হেনস্থাকারী’ বলে কটাক্ষ সায়নীর মাহি কা জলওয়া! আকর্ষণ টানতে IPL-এ ফিরছে পুরনো নিয়ম…সুবিধা পাবে CSK-KKR…-রিপোর্ট মদ খেয়ে অডি গাড়িতে বিজেপি নেতার ছেলে, একের পর এক ধাক্কা, উধাও পানশালার ফুটেজ ‘এই মালগুলো গাঁজা, মদ খায়….’, শুভেন্দুর কথায় চটলেন ডাক্তাররা, দিলেন ‘ওয়ার্নিং’ আগামিকাল কি একটা ভালো দিন হবে? ১৪ সেপ্টেম্বরের লাকি রাশি কী কী? জানুন রাশিফল এই বাংলার মেয়ে, বাংলাদেশের ‘বউ’,গায়িকা সুনিধির থেকে সাড়ে ৫লক্ষ হাতাল দুষ্কৃতীরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.