কিছু দুরপাল্লার ট্রেন ও মেল ট্রেনকে নতুন কিছু স্টেশনে দাঁড় করানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। নতুন যে সব স্টেশনে এই সব ট্রেন দাঁড়াবে, সেগুলি সবকটি উত্তরবঙ্গে।
কোন কোন দূরপাল্লার ট্রেন কোন কোন স্টেশনে দাঁড়াবে, তা পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ডালখোলা ও সামসি স্টেশনে দাঁড়াবে। পাশাপাশি কলকাতা-বালুরঘাট-কলকাতা এক্সপ্রেস রামপুর বাজার ও একলাখি স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ-আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস বিন্নাগুড়িতে দাঁড়াবে। হাওড়া-গুয়াহাটি- হাওড়া সরাইঘাট এক্সপ্রেস সামসি ও ফালাকাটা স্টেশনে দাঁড়াবে। সেইসঙ্গে শিয়ালদহ-বামনঘাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ময়নাগুড়ি স্টেশনে দাঁড়াবে।
অন্যদিকে দিল্লি-কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেল সামসি স্টেশনে দাঁড়াবে। চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস আলুবাড়ি রোড জংশন ও হরিশচন্দ্রপুর স্টেশনে দাঁড়াবে। পাশাপাশি কন্যাকুমারী-ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস মাথাভাঙা স্টেশনে দাঁড়াতে বলে জানিয়েছে পূর্ব রেল। রেলের প্রথমে গত ৬ মার্চ নতুন এই সব স্টেশনে সাময়িকভাবে দাঁড়ানোর কথা বলা হয়েছিল। তবে পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী তিন মাসের জন্য এই সব স্টেশন দূরপাল্লার ও মেল ট্রেনগুলি দাঁড়াবে।