বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আমার পিছনে ED - CBI লাগিয়েছে, কী করেছে? কাঁচকলা: অভিষেক

আমার পিছনে ED - CBI লাগিয়েছে, কী করেছে? কাঁচকলা: অভিষেক

শনিবার বিকেলে হলদিয়ায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। নিজস্ব চিত্র

এদিন অভিষেক বলেন, ‘ইচ্ছা মতো যার পিছনে খুশি ইডি - সিবিআই লাগিয়ে দিচ্ছে। আমার পিছনেও লাগিয়েছিল। কী করেছে? কাঁচ কলা। আমার ২ বার মাথা নত করিয়েছে। আমিও ওদের ২টো সাংসদ ভাঙিয়ে এনে ২ বার মাথা নত করিয়েছি।’

শনিবার হলদিয়ায় তৃণমূলের শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে নাম না করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন শুভেন্দু। একের পর এক অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতাকে বিদ্ধ করেন তিনি।

এদিন অভিষেক বলেন, ‘ইচ্ছা মতো যার পিছনে খুশি ইডি - সিবিআই লাগিয়ে দিচ্ছে। আমার পিছনেও লাগিয়েছিল। কী করেছে? কাঁচ কলা। আমার ২ বার মাথা নত করিয়েছে। আমিও ওদের ২টো সাংসদ ভাঙিয়ে এনে ২ বার মাথা নত করিয়েছি।’

এর পর তিনি বলেন, ‘আমাকে ডেকে পাঠিয়েছে দিল্লিতে। আমি বলেছি, আমি বাংলার ছেলে দিল্লিতে কেন মাথা নত করতে যাব। যা জিজ্ঞাসা করার বাংলায় করো।’

এদিন অভিষেক অভিযোগ করেন, ‘কলকাতায় যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তাদের পদলেহন করছে। মেদিনীপুরের মানুষের আবেগ বিক্রি করছে।’ এমনকী হলদিয়া পুরসভায় উন্নয়ন করের নামে ব্যাপক টাকা নয়ছয়ের অভিযোগও তোলেন তিনি। পুরপ্রধানকে সাত দিনের মধ্যে তার তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

 

বন্ধ করুন