বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Dhupguri Incident: বাড়িতে সিঁদ কেটে বিয়ের গয়না–টাকা নিয়ে গেল চোর, ধূপগুড়িতে তুমুল আলোড়ন

Dhupguri Incident: বাড়িতে সিঁদ কেটে বিয়ের গয়না–টাকা নিয়ে গেল চোর, ধূপগুড়িতে তুমুল আলোড়ন

চুরির ঘটনায় চাঞ্চল্য। (নিজস্ব চিত্র)

এই ঘটনা নিয়ে পুলিশে লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ এসে দেখে গিয়েছে। তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কোনও আশার আলো দেখা যায়নি। তবে বাড়ির সদস্যরা দেখেন, সিঁদ কেটে ঠিক ঘরের চৌকির তলা দিয়েই ঘরে ঢুকে চুরি করেছে চোর। চুরির শেষে ওই একই পথ দিয়েই পালিয়েছে। এখন এই চুরির ঘটনার পর দিশেহারা মণ্ডল পরিবার।

ঝাড়গ্রামের পর ধূপগুড়ি। একই ধাঁচে চুরির ঘটনা ঘটল বলে অভিযোগ। শীতের রাতে সবাই যখন লেপ–কম্বল মুরি দিয়ে ঘুমোচ্ছেন তখন গ্রামের কাঁচা বাড়ির সিঁদ কেটে গৃহস্থের সর্বস্ব চুরি করে চম্পট দিল চোর। সেখানে মেয়ের বিয়ের গয়না থেকে শুরু করে নগদ টাকা রাখা ছিল। যা চুরি হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে গৃহকর্তা গোপাল মণ্ডলের। শনিবার মাঝরাতের এই ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ির বারোঘরিয়া থানার পুলিশ। ঝাড়গ্রামে এভাবেই সিঁদ কেটে গোয়েন্দা এবং শিক্ষিকার বাড়িতে সর্বস্ব চুরি করেছিল চোর। যার এখনও হদিশ করা যায়নি।

ঠিক কী ঘটেছে ধূপগুড়িতে?‌ শনিবার মাঝরাতে সিঁদ কেটে ঘরে ঢোকে চোর। তখন বাড়ির সবাই ঘুমোচ্ছিলেন। তারপর খুব সন্তর্পণে আলমারিতে রাখা সোনার গয়না, নগদ টাকা চুরি করে চম্পট দেয় চোর। তবে সে একা ছিল বলে মনে হচ্ছে না। একটা চোরের দল এসেছিল। কারণ অনেকগুলি পায়ের ছাপ মিলেছে। ঘুম থেকে উঠে নজরে আসে ঘরের জিনিসপত্র ফাঁকা এবং যা আছে তা অগোছালো। গয়নার ব্যাগ, দরকারি কাগজপত্র ছড়িয়ে রয়েছে। আলমারির দরজা ভাঙা বলে দাবি করেছেন গৃহকর্তা গোপাল মণ্ডল।

আর কী জানা যাচ্ছে?‌ এই ঘটনা নিয়ে পুলিশে লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ এসে দেখে গিয়েছে। তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কোনও আশার আলো দেখা যায়নি। তবে বাড়ির সদস্যরা দেখেন, সিঁদ কেটে ঠিক ঘরের চৌকির তলা দিয়েই ঘরে ঢুকে চুরি করেছে চোর। চুরির শেষে ওই একই পথ দিয়েই পালিয়েছে। এখন এই চুরির ঘটনার পর দিশেহারা মণ্ডল পরিবার। গ্রামের মানুষও আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে।

ঠিক কী বলছেন গৃহকর্তা?‌ এই চুরির ঘটনার পর কার্যত কেঁদে ফেলেন গৃহকর্তা গোপাল মণ্ডল। তিনি এদিন বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। শীতের রাতে বড় চুরি হয়ে গিয়েছে বাড়িতে। সকালে দেখতে পাই শোকেসের তালা ভাঙা। বাড়ির ইলেকট্রিক মেইন সুইচও বন্ধ। আলমারিতে গিয়ে দেখি মেয়ের বিয়ের জন্য রাখা সোনার গয়না, নগদ ৫০ হাজার টাকা সব উধাও।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

পুজোর দিনেও বাড়ির আনাচে কানাচে পিঁপড়ের উৎপাত? রেহাই দেবে এই সহজ ঘরোয়া উপায় রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ‘রক্তের ফোয়ারা দেখলাম...’ নিজের দুর্ঘটনা ঠিক কেমন ছিল? কী বললেন গোবিন্দা স্বয়ং? হুমকি চিঠি পেয়ে দুর্গাপুজো বাতিল করছেন বাংলাদেশি হিন্দুরা, ভারতের বার্তা... পুজো উদ্বোধনে গিয়ে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, দর্শক সুদীপার ছেলে,কী বলছে নেটপাড়া? অনিয়মিত তো বটেই, নিয়মিত পিরিয়ড হলেও হতে পারে PCOD, কী করবেন তাহলে দুর্গাপুজোর প্রাক্কালে পাতালপথে বিভ্রাট, দমদম থেকে দক্ষিণেশ্বরে বন্ধ মেট্রো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.