বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Durgapur Incident: গৃহস্থের বাড়িতে লক্ষাধিক টাকার গয়না লুঠ, শেষে ফ্রিজ খুলে পেস্তা খেল চোর!

Durgapur Incident: গৃহস্থের বাড়িতে লক্ষাধিক টাকার গয়না লুঠ, শেষে ফ্রিজ খুলে পেস্তা খেল চোর!

বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। (নিজস্ব চিত্র)

ওই দম্পতি পুলিশকে জানিয়েছেন, চুরির পর সম্ভবত বাড়ির ফ্রিজও খুলেছিল চোরেরা। আর পেস্তাবাদাম, আখরোট–সহ নানা শুকনো খাবার খেয়ে চম্পট দিয়েছে তারা। এভাবে দুর্গাপুরের নিউ টাউনশিপ কলোনি এলাকারয় চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাতের অন্ধকারে এমন অভিনব চুরি নিয়ে হতবাক পুলিশ প্রশাসনও।

বেনজির চুরির ঘটনা ঘটল দুর্গাপুরে। চুরি করতে এসে নগদ–সহ লক্ষাধিক টাকার গয়না লুঠ করেছে চোর। কিন্তু গৃহস্থের বাড়ি ত্যাগ করার আগে ফ্রিজ খুলে দেখে চোর। সেখানে সে দেখতে পায় পেস্তা বাদাম, আখরোট–সহ নানা শুকনো খাবারও রয়েছে। তখন সেখানে বসে দিব্যি পেটপুজো করে ফ্রিজে রাখা ঠাণ্ডা পানীয় খেয়ে বাড়ি ত্যাগ করল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে।

ঠিক কী ঘটেছে দুর্গাপুরে? স্থানীয় সূত্রে খবর, এখানের এক দম্পতি কিছুদিন বাড়ি ছিলেন না। তাঁরা গুজরাতে গিয়েছিলেন। এই না থাকার সুযোগ নিয়ে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এই দম্পতি বাড়ি ফিরে এসে দেখেন, তালা ভাঙা। আলমারি অগোছালো। টাকা–গয়না কিছুই নেই। এমনকী ফ্রিজের শুকনো খাবারও খেয়ে পালিয়েছে চোর। আর চুরি করে যাওয়ার সময় বাড়ির সমস্ত আলো খুলে নেওয়া হয়েছে। ‌দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার এই ঘটনা এখন চর্চা বিষয় হয়ে উঠেছে।

ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, নিউ টাউনশিপ থানার এমএএমসি কলোনি এলাকার রবীন বন্দ্যোপাধ্যায় এবং অঞ্জনা বন্দ্যোপাধ্যায় কিছুদিন বাড়ি ছিলেন না। তাঁরা গুজরাতে গিয়েছিলেন। শুক্রবার ফেরেন তাঁরা। আর ফিরেই দেখেন, আবাসনের দরজা ভাঙা। ভিতরে ঢুকতেই দেখতে পান, সমস্ত কিছু ছড়িয়ে পড়ে রয়েছে। আলো জ্বালাতে গিয়ে দেখেন, সব কটি বাল্ব খুলে নিয়ে গিয়েছে চোর। তবে এটা কোনও একটি চোরের কাজ নয়। একটা গ্যাং এসেছিল। বাড়ির মেঝেতে আলমারি ভাঙা পড়ে রয়েছে। ৪০ হাজার টাকা লুঠ হয়েছে। আলমারি থেকে প্রায় পাঁচ ভরি সোনার গয়নাও চুরি গিয়েছে। গোটা ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।

ওই দম্পতি আর কী দেখতে পেলেন?‌ ওই দম্পতি পুলিশকে জানিয়েছেন, চুরির পর সম্ভবত বাড়ির ফ্রিজও খুলেছিল চোরেরা। আর পেস্তাবাদাম, আখরোট–সহ নানা শুকনো খাবার খেয়ে চম্পট দিয়েছে তারা। এভাবে দুর্গাপুরের নিউ টাউনশিপ কলোনি এলাকায় চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাতের অন্ধকারে এমন অভিনব চুরি নিয়ে হতবাক পুলিশ প্রশাসনও।

বাংলার মুখ খবর
বন্ধ করুন

Latest News

‘ওদের জঙ্গি বলব না, ওরা দেশপ্রেমিক,’ প্রাক্তন আলফা ক্যাডারদের পাশে অসমের সিএম 'এখনও নিইনি, তবে...' সন্তানের নামে কুমন্তব্য, এবার কি আইনি পদক্ষেপ নিচ্ছেন জোজো? MUM vs TN: সাই কিশোরের ৬ উইকেট, তবে শার্দুলের সেঞ্চুরিতে চালকের আসনে মুম্বই প্রজ্ঞানন্দ সহ একাধিক দাবাড়ু পাননি কানাডার ভিসা! কোন পথে টুর্নামেন্টের ভবিষ্যত? দমদম, কামারহাটি সহ একাধিক রুটে নতুন করে অটো চালানোর পরিকল্পনা, ফিরবে স্বস্তি! শ্রীময়ীর কপালে সিঁদুর তুলে নতুন জীবন শুরু কাঞ্চনের, রইল বিয়ের সেরা মুহূর্তের ছবি 'মনে হচ্ছে যেন...' সাহেবের কণ্ঠে গুপীর হিট গান! মুগ্ধ শ্রোতারা কী বলছেন? জামনগরে দ্বিতীয় দিনের অনুষ্ঠান কেমন হল, রইল আম্বানির বাড়ির অন্দরের টুকরো ছবি নাচলেন কাঞ্চন, শ্রীময়ী বলছেন, 'যতই ঘুড়ি ওড়াও রাতে লাটাই তো আমার হাতে'! সরু পারের শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল পরে দিদি নম্বর ১-এর মঞ্চে মুখ্যমন্ত্রী, দেখুন ছবি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.