চুরি করতে ঢুকে হাতে নাতে ধরা পড়ে গৃহকর্তাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল চোরেদের বিরুদ্ধে। বুধবার বিকেলে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার সূর্যনগরের ঘটনা। নিহত সুনীল সাউ পেশায় রাজমিস্ত্রি বলে জানা গিয়েছে। ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে বীজপুর থানার পুলিশ।
আরও পড়ুন - বিরাট ভূমিকম্প আসবে, ৪ জুনের পর সব পরিবারবাদী পার্টি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে: নরেন্দ্র মোদী
পড়তে থাকুন - মহিলাদের ফোন নম্বর জোগাড় করতে সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করাচ্ছেন TMC নেতারা
কাঁচরাপাড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে একটি টিনের ঘরে থাকতেন সুনীলবাবু ও তাঁর স্ত্রী। বুধবার বিকেলে বাড়িতে তখন কেউ ছিল না। টিন কেটে ঘরে ঢোকে চোরেরা। এরই মধ্যে কাজ থেকে ফিরে আসেন সুনীলবাবু। ঘরে ঢুকে চোরেদের হাতে নাতে ধরে ফেলেন তিনি। এর পর চোরেরা সুনীলবাবুকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পাশের একটি নর্দমার মধ্যে তাঁকে চুবিয়ে ধরে। এর পর এলাকা ছেড়ে পালায় তারা।
সুনীলবাবুকে নর্দমায় পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে কল্যাণীর জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় খুনের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ১ অভিযুক্তকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ধৃত স্থানীয় যুবক বলে জানা গিয়েছে। আরও ১ জনের খোঁজে তল্লাশি চলছে।
আরও পড়ুন - বিরাট ভূমিকম্প আসবে, ৪ জুনের পর সব পরিবারবাদী পার্টি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে: নরেন্দ্র মোদী
নিহতের স্ত্রী জানিয়েছেন, আমরা ২ জনেই সকালে কাজে বেরিয়ে যাই। রোজ ঘর খালিই থাকে। বুধবার আমার স্বামী তাড়াতাড়ি ফিরে আসেন। তার পর জানতে পারি তাঁকে কেউ নর্দমায় ফেলে গিয়েছে। বাড়ি ফিরে দেখি ঘরের টিন কাটা। ভিতরে সব লন্ডভণ্ড। তখন বুঝতে পারি কী হয়েছে। ধরা পড়ে যাওয়ায় আমার স্বামীকে খুন করেছে চোরেরা। ওদের শাস্তি চাই।