বাড়িতে চুরি করতে ঢুকে সারা রাত মদ্যপান করল চোরেরা ৷ ভোর বেলা পালানোর সময় ৪০ হাজার টাকা ও লক্ষাধিক টাকার গয়না নিয়ে যায় তারা৷ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভির ফুটেজ ৷
সোনারপুর থানা এলাকার সুভাষগ্রামের বাসিন্দা গোমস দম্পতি ৷ তাদের ক্যাটারিংয়ের ব্যবসা আছে৷ এর পাশাপাশি বাবলু গোমস বাণিজ্যিক গাড়ি চালান৷ তাঁর স্ত্রী টুটু গোমস পেশাদার রাঁধুনি। পারিবারিক অনুষ্ঠানে যোগদান করতে কলকাতা লাগোয়া পিকনিক গার্ডেন্সে এসেছিলেন তাঁরা। রাতে বাড়ি ছিল ফাঁসা৷ সেই সুযোগে বাড়িতে ঢোকে চোরেরা ৷ মেইন গেটের তালা ভেঙে তারা বাড়ির ভিতরে ঢুকে শোয়ার ঘর লন্ডভন্ড করে৷ আলমারির তালা ভেঙে সেখান থেকে ৪০ হাজার টাকা ও সোনার বালা, সোনার কানের দুল, সোনার আঙটি, সোনার হার মিলিয়ে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দেয়৷ ঘরের মধ্যেই ছিল একটি মদের বোতল ৷ রান্নাঘর থেকে কাচের গ্লাস এনে পুরো বোতল ফাঁকা করে দেয় চোরেরা ৷ সিসিটিভির ক্যামেরায় সন্দেহজনকভাবে ২ জনকে এই বাড়ির ভেতরে প্রবেশ করতেও দেখা গিয়েছে ৷ তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ ৷
সকালে বাড়ি ফিরে এসে গোমস দম্পতি দেখেন যে গেটের তালা ভাঙা ও পুরো ঘর লন্ডভন্ড ৷ চুরি গিয়েছে নগদ ও সোনার জিনিস ৷ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তারা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷