আচ্ছা বলুন তো, দোকানে এক কাপ চায়ের দাম কত? ৫-৬ টাকা ভাবছেন নিশ্চয়। তা ঠিকই, প্রায় সব দোকানেই এখন চায়ের এই দাম। তবে ব্যতিক্রম কল্যাণীর উষারানি জয়ধর। গত ২১ বছরেও দাম বদলাননি তিনি। এখনও মাত্র ১ টাকায় চা বিক্রি করছেন তিনি।
কল্যাণীর বিদ্যাসাগর মোড় তাঁর ছোট্ট দোকান। লিকার হোক বা দুধ চা, সবই পাবেন, মাত্র ১ টাকায়। তবে এর আগে আরও সস্তা ছিল তাঁর দোকানের চা। বর্তমান পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে উষারানি জানালেন, ২০০০ সালের আগে মাত্র ৪০ পয়সা করে চা বিক্রি করতেন তিনি। কিন্তু জিনিসপত্রের দাম বেড়েছে। তাছাড়া পয়সার ব্যবহারও কমে গিয়েছে। সেই কারণে ২০০০ সালে দাম বাড়িয়ে ১ টাকা করেন তিনি। কিন্তু সেই শেষ। তারপর থেকে চা, দুধ, জ্বালানির দাম কয়েকগুণ বেড়েছে। অথচ দাম একটুও বাড়াননি উষারানি।
মাত্র ১ টাকায় চায়ের জন্য তাঁর দোকানে ভিড়ও হয় ভালোই। উষারানি জানালেন, 'রোজ প্রায় ৫০০ কাপ চা বিক্রি হয়। অনেকেই প্রথমবার এসে দাম শুনে চমকে যান। জিজ্ঞেস করেন।'
কিন্তু গ্যাসের দাম, প্যাকেটের দুধের দাম, চায়ের দাম দিয়ে পুষিয়ে যায়? হাসতে হাসতে উষারানি বললেন, 'দু'বেলা বিক্রি করে ঠিক পুষিয়ে যায়। চলে যাচ্ছে যখন, তখন আর দাম বাড়িয়ে কী হবে বলুন? অন্য দোকানদার, এমনকী খদ্দেররাও মাঝে মাঝে দাম বাড়ানোর পরামর্শ দেন বটে। তবে আমার সমস্যা হয় না। তাই বাড়াইনি।'
উষারানির ১ টাকার চা-ই নেশা অনেক গরিব মানুষের। আবার সেই চায়ের জন্য আসেন অনেক মধ্যবিত্ত, উচ্চবিত্তরাও। 'যতদিন পারব, ১ টাকাতেই বিক্রি করে যাব,' চা ছাঁকতে ছাঁকতে বললেন উষারানি।