বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > এখনও ১ টাকায় চা বিক্রি ! ২১ বছরেও দাম বাড়াননি কল্যাণীর উষারানি

এখনও ১ টাকায় চা বিক্রি ! ২১ বছরেও দাম বাড়াননি কল্যাণীর উষারানি

চা ছাঁকতে ব্যস্ত উষারানি। ছবি : ফেসবুক (Facebook)

'যতদিন পারব, ১ টাকাতেই বিক্রি করে যাব,' চা ছাঁকতে ছাঁকতে বলেন উষারানি।

আচ্ছা বলুন তো, দোকানে এক কাপ চায়ের দাম কত? ৫-৬ টাকা ভাবছেন নিশ্চয়। তা ঠিকই, প্রায় সব দোকানেই এখন চায়ের এই দাম। তবে ব্যতিক্রম কল্যাণীর উষারানি জয়ধর। গত ২১ বছরেও দাম বদলাননি তিনি। এখনও মাত্র ১ টাকায় চা বিক্রি করছেন তিনি।

কল্যাণীর বিদ্যাসাগর মোড় তাঁর ছোট্ট দোকান। লিকার হোক বা দুধ চা, সবই পাবেন, মাত্র ১ টাকায়। তবে এর আগে আরও সস্তা ছিল তাঁর দোকানের চা। বর্তমান পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে উষারানি জানালেন, ২০০০ সালের আগে মাত্র ৪০ পয়সা করে চা বিক্রি করতেন তিনি। কিন্তু জিনিসপত্রের দাম বেড়েছে। তাছাড়া পয়সার ব্যবহারও কমে গিয়েছে। সেই কারণে ২০০০ সালে দাম বাড়িয়ে ১ টাকা করেন তিনি। কিন্তু সেই শেষ। তারপর থেকে চা, দুধ, জ্বালানির দাম কয়েকগুণ বেড়েছে। অথচ দাম একটুও বাড়াননি উষারানি।

মাত্র ১ টাকায় চায়ের জন্য তাঁর দোকানে ভিড়ও হয় ভালোই। উষারানি জানালেন, 'রোজ প্রায় ৫০০ কাপ চা বিক্রি হয়। অনেকেই প্রথমবার এসে দাম শুনে চমকে যান। জিজ্ঞেস করেন।'

কিন্তু গ্যাসের দাম, প্যাকেটের দুধের দাম, চায়ের দাম দিয়ে পুষিয়ে যায়? হাসতে হাসতে উষারানি বললেন, 'দু'বেলা বিক্রি করে ঠিক পুষিয়ে যায়। চলে যাচ্ছে যখন, তখন আর দাম বাড়িয়ে কী হবে বলুন? অন্য দোকানদার, এমনকী খদ্দেররাও মাঝে মাঝে দাম বাড়ানোর পরামর্শ দেন বটে। তবে আমার সমস্যা হয় না। তাই বাড়াইনি।'

উষারানির ১ টাকার চা-ই নেশা অনেক গরিব মানুষের। আবার সেই চায়ের জন্য আসেন অনেক মধ্যবিত্ত, উচ্চবিত্তরাও। 'যতদিন পারব, ১ টাকাতেই বিক্রি করে যাব,' চা ছাঁকতে ছাঁকতে বললেন উষারানি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন রাজনৈতিক পরিচয়ে এলে ঢুকতে দেব না, BJP-সিপিএমের আশায় পড়ল জল, এবার রাজভবন অভিযান তৃতীয় দিনের শেষে রঞ্জিতে চালকের আসনে বাংলা, দুরন্ত ব্যাটিং সুদীপ-অভিমন্যুর মিমিকে জোর করে পনির পকোড়া খাওয়াচ্ছেন অনিন্দ্য, ব্যাপার কী? গুলিবিদ্ধ বাবা সিদ্দিকি, দেখার পর থেকে ঘুমতে পারছেন না, সমস্ত মিটিং বাতিল সলমনের দশমীতে জেলায় জেলায় পেট্রল ডিজেলের দাম কত? আরও কি সস্তা হবে? মোবাইল অ্য়াপে চটজলদি ঘরে বসেই মিলছে সমস্ত পণ্য, মাশুল গুনছে শহুরে মুদির দোকান হকি ইন্ডিয়া লিগের নিলামে রেকর্ড হরমনের! দাম ৭৮ লাখ টাকা, অভিষেক এলেন কলকাতায় নিজেদের দলে পরিবর্তন করতে অজিদের অনুমতি নিতে হল ভারতকে! বিশ্বকাপে কেমন হল এরকম?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.