মালদাসহ রাজ্যের একাংশে আইনশৃঙ্খলা নিয়ে সম্প্রতি একাধিক প্রশ্ন উঠেছে। তারই মধ্যে এবার রাজ্যে গুলিবিদ্ধ হলেন পুলিশকর্মী। একজন নয়, ২ জন পুলিশকর্মীর দেহে গুলি লেগেছে বলে খবর। বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানা এলাকার পাঞ্জিপাড়ার ঘটনা। আহত পুলিশকর্মীদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জরুরি অস্ত্রোপচার চলছে তাদের।
জানা গিয়েছে, বুধবার বিকেলে ইসলামপুর আদালত থেকে পুলিশের গাড়িতে করে গ্রেফতার হওয়া আসামীদের নিয়ে গোয়ালপোখর থানায় ফিরছিলেন পুলিশকর্মীরা। পথে পাঞ্জিপাড়া কালীবাড়ি এলাকায় জাতীয় সড়কের ওপরে পুলিশের গাড়ি ঘিরে গুলি চালায় দুষ্কৃতীরা। ছিনতাই করে নিয়ে যায় আসামীদের। দুষ্কৃতীরা অনেক আগে থেকেই পুলিশের গাড়িটিকে অনুসরণ করছিল বলে জানা গিয়েছে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন ২ পুলিশকর্মী। তাদের নাম নিশিকান্ত সরকার ও দেবেন বৈশ্য। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে অস্ত্রোপচার করে গুলি বার করছেন চিকিৎসকরা। আহত পুলিশকর্মীদের একজনের ডান হাতের নীচে পাঁজরে গুলির ক্ষত দেখা গিয়েছে।
এই ঘটনায় রাজ্যে পুলিশকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বিহার সীমানার খুব কাছে ওই এলাকায় দুষ্কৃতীদের গতিবিধির খবর আগাম কেন পুলিশের কাছে ছিল সেই প্রশ্ন তুলছেন অনেকে। প্রশ্ন উঠছে, দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় পুলিশকর্মীরাই আক্রান্ত হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?