বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ঘটনা আরও বাড়ছে বীরভূমে। আর তার যে কটি উপকেন্দ্র রয়েছে তার অন্যতম কঙ্কালীতলা। সেখানে এবার কাজল শেখ অনুগামী তৃণমূল নেতার বাড়িতে পড়ল বোমা। রবিবার রাতে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
রবিবার রাতে কঙ্কালীতলা এলাকার তৃণমূল নেতা আলেখ শেখের বাড়িতে বোমা পড়ে। বিকট শব্দে বিস্ফোরণ হয়। সঙ্গে প্রচুর ধোঁয়া। একটি মোটরসাইকেলে করে এসে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমা ছুড়ে প্রবল গতিতে বেরিয়ে যায় মোটরসাইকেলটি। মুহূর্তে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর যায় থানায়, ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা।
আলিফ শেখ বলেন, আমি কাজল শেখের সঙ্গে রাজনীতি করি। কে বা কারা আমার বাড়িতে বোমা মেরেছে জানি না। এর সঙ্গে গোষ্ঠীদ্বন্দের যোগ রয়েছে কি না তাও বলতে পারব না।
আলিফ শেখের পরিবারের এক সদস্য বলেন, হঠাৎ একটা মোটরসাইকেলের আওয়াজ পাই। তার পরই বিস্ফোরণ। এত ধোঁয়া যে কী বলব। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রাও। কে বা কারা বোমা ছুড়ল তা অবিলম্বে খুঁজে বার করার দাবি জানিয়েছেন তাঁরা।
বলে রাখি, গত ৫ জানুয়ারি কঙ্কালীতলা পঞ্চায়েতের তৃণমূলি উপপ্রধান মামুন শেখের বাড়িতে একই রকম ভাবে বোমা ছোড়া হয়। সেই মামুন শেখ আলিফ শেখেরই প্রতিবেশী। যদিও মামুন অনুব্রতর অনুগামী বলে পরিচিত। মামুনের বাড়িতে বোমা ছোড়ার ঘটনার পালটা হিসাবে আলেখ শেখের বাড়িতে বোমা ছোড়া হয়ে থাকতে পারে বলে অনেকের অনুমান। তবে এই নিয়ে কোনও কথা বলতে চায়নি তৃণমূল নেতৃত্ব।