বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'মমতা বন্দ্যোপাধ্যায় লাশ চুরি করতেন, এবার তাঁর হাত থেকে লাশ চুরি হয়ে গিয়েছে'

'মমতা বন্দ্যোপাধ্যায় লাশ চুরি করতেন, এবার তাঁর হাত থেকে লাশ চুরি হয়ে গিয়েছে'

দিলীপ ঘোষ।

আনিসেক লড়াকু ছিলেন বলে জানিয়ে দিলীপবাবু বলেন, ‘সন্দেহজনক অবস্থায় একটি ছেলে মারা গিয়েছে। তার বাড়ির লোক আলাদা কথা বলছে।

মুসলিম বলেই আনিস খানের মৃত্যু নিয়ে এত হইচই হচ্ছে। ভোটের পর থেকে যে ৫০ জন বিজেপি কর্মী মারা গিয়েছেন, তাদের নিয়ে তো শোরগোল হয়নি? তারা কি মানুষ নয়? আনিসের মৃত্যু নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ।

এদিন স্বভাবসিদ্ধ ঢঙে দিলীপবাবু বলেন, ‘মারা গিয়েছে বলে এখন সবার হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন লাশ চুরি করতেন। এখন তাঁর হাত থেকে লাশ চুরি হয়ে গেল।’

আনিসেক লড়াকু ছিলেন বলে জানিয়ে দিলীপবাবু বলেন, ‘সন্দেহজনক অবস্থায় একটি ছেলে মারা গিয়েছে। তার বাড়ির লোক আলাদা কথা বলছে। পুলিশও স্পষ্ট করে কিছু বলছে না। আমরা চাই এক তদন্ত হোক।’

দিলীপবাবু দাবি, ‘মুসলিম বলে সবাই ঝাঁপিয়ে পড়েছে। ভোটের পর আমাদেরও ৫০ জন কর্মী মারা গিয়েছেন। তখন তো কারও অমানবিক মনে হয়নি।’

আনিস খানের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, আনিস খানের বাবা যদি আদালতে লড়তে চান, শুভেন্দু অধিকারী তাঁর পাশে আছে। সঙ্গে তাঁর দাবি, আনিস খানকে হত্যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ।

 

বন্ধ করুন