শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে দোল খেলায় প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর মুখ খুলেই বিতর্কিত মন্তব্য করলেন তিনি। তাঁর দাবি, যারা এরকমের কথা বলছে তাদের উলটো করে ঝুলিয়ে মুখে জুতো মারা উচিত।
আরও পড়ুন - ‘দলের থেকে জাত আগে’ বলতেই হুমায়ুন কবিরকে শো-কজ করল তৃণমূল
পড়তে থাকুন - দুধেল গাইয়ের দুধ খাচ্ছেন মমতা আর লাথি খাচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দুরা: সুকান্ত
বৃহস্পতিবার সন্ধ্যায় হুগলির উত্তরপাড়ায় বসন্ত উৎসবে যোগদান করে দিলীপবাবু বলেন, ‘শান্তিনিকেতনে না কি ফরেস্ট ডিপার্টমেন্ট বলেছে কোনও হোলি খেলা যাবে না। এত লোক খেললে না কি সেখানে দূষণ হবে। জানি না কার মাথায় এটা এসেছে? এই ধরণের কথা বলার স্পর্ধা কে করতে পেরেছে? আমাদের উৎসবে দূষণ হয়, ধূলো হয়। বাকি দুনিয়াতে কারও কিছু হয় না। তখন কেউ ওখানে দূষণ দেখতে যায় না। পুরো বীরভূম জেলার ইট কাঠ বালি পাথর লুঠ হয়ে গেল। সেখানে দূষণ হয় না, পরিবেশ খারাপ হয় না। কোন গাধার মাথায় এটা এসেছে যে হোলি খেললে দূষণ হয়। তাকে তো উলটো করে টাঙানো উচিত ওখানে। এই ধরণের দুর্যোধনগিরি করে যারা আমাদের ধর্ম - সংস্কৃতি অপবিত্র করছে তাদের প্রকাশ্যে জুতো মারা উচিত।’
আরও পড়ুন - কারাবাসের বর্ষপূর্তিতে ইডির সিদ্ধান্তে বড় ধাক্কা খেল সন্দেশখালির শাহাজাহান
বলে রাখি, চলতি সপ্তাহেই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে রং খেলায় নিষেধাজ্ঞা জারি করেছিল বন দফতর। রং খেলায় প্রচুর মানুষের সমাগম হওয়ায় সংরক্ষিত ওই বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল তারা। সরকারি এই নির্দেশিকার প্রতিবাদে সরব হয় বিজেপি। এর পর বৃহস্পতিবার হঠাৎ খুলে ফেলা হয় নির্দেশিকা সংক্রান্ত ব্যানার। বনমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, ‘রং খেলায় কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি।’