মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন সম্প্রতি খুনের হুমকি পাচ্ছেন ফোনে। শনিবার এই অভিযোগ নিয়ে মুর্শিদাবাদের সুতি থানার দ্বারস্থ হয়েছেন জাকির হোসেন, যিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রীও বটে। বিধায়কের ঘনিষ্ঠ সূত্রের খবর, গত দু’দিন ধরে তাঁর ব্যক্তিগত হোয়াট্সঅ্যাপ নম্বরে ক্রমাগত একটি বিশেষ নম্বর থেকে ফোন করে গালিগালাজ এবং হুমকি দেওয়া হচ্ছে।
জাকির হোসেনকে ফোনে হুমকি দেওয়া এই ঘটনা সম্পর্কে জেলা পুলিশের এক কর্তা জানান, ঝাড়খণ্ডের একটি নম্বর থেকে ফোন আসছিল, যা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্ত ব্যক্তিকে ধরার জন্য সমস্ত চেষ্টা চালানো হচ্ছে। হুমকির কারণে বিধায়ক জাকির হোসেন আতঙ্কিত হয়ে পড়েছেন। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে। ফলে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়ে তিনি পুলিশের সহায়তা চেয়েছেন।
এই ঘটনার প্রসঙ্গে জাকির হোসেনের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, তাঁকে প্রায়শই হুমকি দেওয়া হয়। তবে এবারের হুমকি বেশি গুরুতর এবং প্রাণনাশের আশঙ্কা থাকায় তিনি থানার দ্বারস্থ হয়েছেন।
আগেও প্রাণঘাতী হামলা হয়
প্রসঙ্গত, জাকির হোসেনের উপর অতীতেও প্রাণঘাতী হামলা হয়েছিল। তিন বছর আগে, রাজ্যের তৎকালীন মন্ত্রী জাকির হোসেন নিমতিতা স্টেশনে এক প্রাণঘাতী বোমা বিস্ফোরণের শিকার হন। তিনি যখন কলকাতা যাওয়ার জন্য নিমতিতা স্টেশন থেকে ট্রেন ধরতে যাচ্ছিলেন, সেই সময় সেখানে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনার পর থেকে রাজ্য সরকারের তরফ থেকে তাঁকে অতিরিক্ত নিরাপত্তা প্রদান করা হয়।
আরও পড়ুন। দিল্লিতে ছেলেকে দেখে আর বাড়ি ফেরা হল না, লোকাল থেকে পড়ে মৃত্যু CPM নেতার
জাকির হোসেনের এই হুমকির ঘটনার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসন আরও সতর্ক হয়েছে এবং বিধায়কের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। পুলিশ ইতিমধ্যেই ঝাড়খণ্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং অভিযুক্তকে দ্রুত আটক করার জন্য যৌথ অভিযান চালানোর পরিকল্পনা করেছে।
তৃণমূল নেতারা জাকির হোসেনের এই হুমকির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অপরাধীদের দ্রুত শাস্তির দাবি তুলেছেন। বিধায়ক জাকির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘বেশ কিছু হুমকি ফোন পেয়েছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করে দেখবে। পুলিশ প্রশাসনের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে এবং আশা করছি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।’