বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Explosives Recovered: জগদ্দলে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক, গ্রেফতার তিন, নেপথ্যে কি নাশকতার ছক?‌

Explosives Recovered: জগদ্দলে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক, গ্রেফতার তিন, নেপথ্যে কি নাশকতার ছক?‌

তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এসটিএফ সূত্রে খবর, শব্দবাজির মোড়কে পাচার করার ছক ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক। তবে কার হাতে এই বিস্ফোরক তুলে দেওয়ার কথা ছিল সেটা এখনও জেরায় স্বীকার করেনি ধৃতরা। এমনকী কোনও নাশকতার ছক ছিল বলেই এই বিস্ফোরক পাচার হচ্ছিল বলে মনে করছেন তদন্তকারীরা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়।

হাতে আর তিনদিন। তারপরই গোটা রাজ্য মেতে উঠবে কালীপুজো নিয়ে। আর কালীপুজোর প্রাক্কালে বিভিন্ন জায়গায় শব্দবাজি আটক করতে অভিযানে নেমেছে পুলিশ। এবার গোপন সূত্রে খবর পেয়ে, ২০০ কেজিরও বেশি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল খানাকুল থানার পুলিশ। আবার শব্দবাজির আড়ালে বিস্ফোরক উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। বিস্ফোরক তৈরির ১০০ কেজি মশলা উদ্ধার করা হয়েছে বলে খবর। আর এই অভিযানে নেমে ব্যারাকপুরের কেউটিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থেকেও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। এত পরিমাণ বোমা তৈরির মশলা কোথায় পাচার করার ছক ছিল সেটা খতিয়ে দেখছে এসটিএফ।

কাদের গ্রেফতার করা হয়েছে?‌ এসটিএফ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বাসুদেবপুর থানায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিস্ফোরক বিক্রির অভিযোগ রয়েছে। গ্রেফতার হওয়া তিনজনের নাম নরেশ চৌধুরী–কাঁকিনাড়ার বাসিন্দা, উমেশকুমার রায়– কাঁকিনাড়ার বাসিন্দা এবং শঙ্কর পাল কেউটিয়ার বাসিন্দা। এদের থেকে উদ্ধার হয় ৫০ কেজি পটাশিয়াম নাইট্রেট এবং ৫০ আর্সেনিক সালফেট। এগুলি বিস্ফোরক বানানোর কাজে লাগে।

উল্লেখ্য, ভাটপাড়া এলাকায় প্রায়ই বিস্ফোরণের খবর মেলে। বোমা ছোড়ার ঘটনা এখানে ঘটে থাকে। এমনকী বিস্ফোরক উদ্ধার হয়। এবার বিপুল বোমা তৈরির মশলা উদ্ধার হওয়ায় চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। কোথা থেকে এল এত মশলা?‌ কোন উদ্দেশে এত বিস্ফোরক তৈরি করা হচ্ছিল?‌ ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা চলছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তাও জানার চেষ্টা চলছে।

আর কী জানা যাচ্ছে?‌ এসটিএফ সূত্রে খবর, শব্দবাজির মোড়কে পাচার করার ছক ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক। তবে কার হাতে এই বিস্ফোরক তুলে দেওয়ার কথা ছিল সেটা এখনও জেরায় স্বীকার করেনি ধৃতরা। এমনকী কোনও নাশকতার ছক ছিল বলেই এই বিস্ফোরক পাচার হচ্ছিল বলে মনে করছেন তদন্তকারীরা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

মুলতানের মাটিতে পাকিস্তানকে কচুকাটা! ৩৫তম শতরান করে রুট বলছেন,'এখনই থামব না'… ছুটি বাতিল হয়েছে জেলা পুলিশেরও, নারী নিরাপত্তায় নামছে ড্রোন, সিসি ক্যামেরায় নজর ছোট্ট মেয়ের কষ্ট মুছল কলকাতা হাইকোর্ট, বাবা–মাকে এক করতেই দুর্গাপুজো জমজমাট ‘অনশন মঞ্চ থেকে ফিরে, ব্রেকফাস্ট দাও বলতে…’! শ্রীলেখা লেখায় হাসির ধুম, এল জবাবও ফের কাছাকাছি! ভালোবাসার মানুষকে চিয়ার করতে এলেন খুশি, নেটিজেনরা বলছে ‘সো সুইট’ মহাসপ্তমীর 'কলা বৌ স্নান', নদী-পুকুর ঘাটে বিশেষ মুহূর্ত ভারত রত্ন দেওয়া হোক রতন টাটাকে, শিল্পপতির প্রয়াণে প্রস্তাবনা পাশ সরকারের ‘পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে টিকিয়ে থাকাই কঠিন'…বলিউড নিয়ে সোজাসাপটা বেবো বন্যা দেখতে গিয়ে ওল কিনে বাড়ি ফিরেছিলেন, হয় তীব্র ট্রোলিং, এবার জবাব দিলেন রচনা খেলোয়াড়দের না জানিয়েই নিয়ম! ATPর ওপর বিরক্ত জোকার…আবারও আম্পায়ারের সঙ্গে ঝামেলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.