বর্ষাকাল শুরু হতেই রাজ্যে বাড়ছে ডেঙ্গি ও ম্যালেরিয়ার প্রকোপ। এর মধ্যে উদ্বেগ বাড়াল সোয়াইন ফ্লু। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় ৩ জনের দেহে সোয়াইন ফ্লুর সংক্রমণ পাওয়া গিয়েছে। খবর পেয়েই তৎপর হয়েছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে বাদুড়িয়া হাসপাতালে পৌঁছেছে স্বাস্থ্য দফতরের মেডিক্যাল টিম।
আরও পড়ুন - ডিম ভাত খেতে কলকাতা গেলে ইন্সুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন, পোস্টার পড়ল হুগলিতে
পড়তে থাকুন - অভিযোগকারীদের বিরুদ্ধে হাইকোর্টে মামলার হুমকি, গ্রেফতারির পরেও তেজ কমেনি জামালের
জানা গিয়েছে, গত ৮ জুলাই স্থানীয় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন বহু মানুষ। তার পর থেকেই এলাকায় জ্বরের প্রকোপ দেখা দেয়। বাদুড়িয়ার বিস্তীর্ণ এলাকায় ঘরে ঘরে জ্বর শর্দি কাশিতে ভুগছেন অনেকে। এর মধ্যে জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের ৩ জনের দেহে সোয়াইন ফ্লুর সংক্রমণ চিহ্নিত হয়। তাদের মধ্যে ১ জন কলেজছাত্রী রয়েছেন। খবর যায় স্বাস্থ্য ভবনে। সঙ্গে সঙ্গে সেখান থেকে পাঠানো হয় মেডিক্যাল টিম। উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের পরীক্ষা করছেন তাঁরা। সঙ্গে ময়দানে নেমেছেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরাও। এলাকাবাসীকে মাস্ক ব্যবহারের অনুরোধ করছেন তাঁরা। জ্বর বা শর্দিতে আক্রান্ত হলে বাড়ি থেকে বেরোতে নিষেধ করছেন।
বসিরহাটের স্বাস্থ্য আধিকারিক অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, ‘বেশ কয়েকজনের দেহে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে ৩ জনের দেহে সোয়াইন ফ্লুর সংক্রমণ চিহ্নিত হয়েছে। কী করে সোয়াইন ফ্লুতে তারা সংক্রমিত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। জ্বরে ভুগছেন এমন ব্যক্তিদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। পর্যাপ্ত ওষুধ ও অন্যান্য সরঞ্জাম মজুত রাখা হচ্ছে।’
আরও পড়ুন - শ্লীলতাহানির অভিযোগ ভুয়ো, অবসরপ্রাপ্ত বিচারপতির রিপোর্ট প্রকাশ করে দাবি রাজভবনের
বলে রাখি, শুধু বাদুড়িয়া নয়, সুন্দরবন ও সুন্দরবন লাগোয়া দুই ২৪ পরগনার অন্তত ১২টি ব্লকে জ্বরের প্রকোপ বাড়ছে।