সবংয়ে ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করল সিবিআই। এর আগে বিভিন্ন জেলায় এই একই ইস্যুতে সিবিআই গ্রেফতার করেছে। বিজেপি কর্মী খুনের ঘটনায় মামলা দায়ের করেছিল সিবিআই। সেই মামলায় তিনজনকে গ্রেফতার করা হল। ২০২১ সালের ৪ মে পশ্চিম মেদিনীপুরে খুন হন বিশ্বজিত্ মাহেশ।
সিবিআই সূত্রে খবর, এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে সেদিনের ঘটনা নিয়ে। আরও কেউ এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হবে। বিধানসবা নির্বাচনের ফলপ্রকাশের পর সবংয়ে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে। তাতে বিজেপি সমর্থক বিশ্বজিৎ মাহেশকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয় একটি পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এটি খুন বলেই অভিযোগ।
সবং থানার পুলিশ তদন্তে নেমে দেহ উদ্ধার করে। তারপর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বিশ্বজিতের পরিবারের পক্ষ থেকে কয়েকজনের নামে সবং থানায় অভিযোগ দায়ের করা হয়। নভেম্বর মাসে এই ঘটনার খোঁজ করে সিবিআই। যে তিনজনের নামে অভিযোগ উঠেছিল তারা ফেরার ছিল। আজ, বুধবার তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া তিনজন কারা? সিবিআই সূত্রে খবর, এই তিনজন হল—বিমান মাহেশ, অলকা মাহেশ এবং শিবানী মাহেশ। তদন্তে নেমে এই তিনজনকে প্রথমে চিহ্নিত করে সিবিআই। তারপর আজ এই তিনজনকে গ্রেফতার করে সিবিআই। অভিযুক্তদের বয়ান রেকর্ড করা হবে।