বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Road Accident: সরকারি বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, উলুবেড়িয়ায় মর্মান্তিক মৃত্যু তিনজনের

Road Accident: সরকারি বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, উলুবেড়িয়ায় মর্মান্তিক মৃত্যু তিনজনের

গাড়ির সঙ্গে সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

উলটোদিক থেকে চলে আসে ওই চারচাকার গাড়িটি। বাসের সঙ্গে ওই চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে গাড়ির অর্ধেক অংশ বাসের নীচে ঢুকে যায়। তারপর বাসটি বেশ কিছুটা ঘষটে ঘষটে নিয়ে যায় গাড়িটিকে। আর থেমে যায়। দুর্ঘটনায় পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার বিশাল পুলিশ বাহিনী।

আজ, মঙ্গলবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। মঙ্গলবার সকালে হাওড়ার বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর দিঘাগামী বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে তিনজনের মৃত্যু হয়। সরকারি বাসের সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন যুবকের। বাগনানের বরুন্দায় চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণহীন একটি বাস ডিভাইডারের অপরপ্রান্তে একটি গাড়িকে ধাক্কা দিল। গাড়িটি পথ দুর্ঘটনার জেরে এতটাই দুমড়েমুচড়ে গিয়েছে যে গ্যাস কাটার দিয়ে কেটে মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। পথ দুর্ঘটনার জেরে যানজট তৈরি হয়। তদন্তে নেমেছে পুলিশ।

ঠিক কী ঘটেছে উলুবেড়িয়ায়?‌ স্থানীয় সূত্রে খবর, আজ মঙ্গলবার হাবড়া–দিঘা রুটের একটি সরকারি বাস দ্রুতগতিতে হাবড়া থেকে দিঘা যাচ্ছিল। পথে বরুন্দার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকের লেনে ঢুকে যায়। তখন উল্টোদিকের লেনে কলকাতা অভিমুখে যাওয়া একটি চারচাকা গাড়ির সঙ্গে সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তার জেরে প্রাইভেট গাড়িটির সামনের অংশ দুমড়ে–মুচড়ে সরকারি বাসের সামনে আটকে যায়। চারচাকা গাড়িতে চালক–সহ তিনজন ছিল। আর ঘটনাস্থলেতিনজনেরই মৃত্যু হয়।

আর কী জানা যাচ্ছে?‌ সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কলকাতামুখী লেনের দিকে চলে যায় ডিভাইডার পেরিয়ে। তখন উলটোদিক থেকে চলে আসে ওই চারচাকার গাড়িটি। বাসের সঙ্গে ওই চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে গাড়ির অর্ধেক অংশ বাসের নীচে ঢুকে যায়। তারপর বাসটি বেশ কিছুটা ঘষটে ঘষটে নিয়ে যায় গাড়িটিকে। আর থেমে যায়। এত বড় পথ দুর্ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনায় পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, এই পথ দুর্ঘটনার পর ক্রেন এনে বাসটিকে সরানোর ব্যবস্থা করা হয়। পথ দুর্ঘটনায় তিনজন বাসযাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে বাগনান এবং উলুবেড়িয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এদিকে পথ দুর্ঘটনায় প্রাইভেট গাড়ি এতটাই দুমড়ে–মুচড়ে গিয়েছিল যে মৃতদেহগুলিকে বের করা যাচ্ছিল না। পরে পুলিশ গ্যাস কাটার দিয়ে মৃতদেহ বের করার চেষ্টা করে। এই ঘটনার পরে একঘন্টা যানজট লেগেছিল। আর মৃতদেহগুলির পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বাসের চালকের কোনও খোঁজ নেই।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন