আগামী দু'তিন ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। তার জেরে আজ (বুধবার) গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সকাল ১১ টা ৫৫ মিনিট থেকে পরবর্তী দু'তিন ঘণ্টায় দুই মেদিনীপুর, দুই পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ঝোড়া হাওয়াও বইবে।
তবে নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে থাকায় আগামিকাল (বৃহস্পতিবার) দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে। কলকাতা, দুই পরগনা-সহ দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি পাবে না। বড়জোর দু'এক পশলা বৃষ্টি হতে পারে। বরং নিম্নচাপটি পশ্চিমের দিকে অগ্রসর হবে বলে রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে আকাশ পরিচ্ছন্ন হয়ে যাবে।
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের জেরে উত্তর বঙ্গোপসাগরে হাওয়ার বেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটারের বেশি থাকবে। উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য আজ ও আগামিকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।