কুলতলির মইপিঠে গ্রামের মধ্যে ঢুকে পড়ল বাঘ। গ্রামবাসীদের সামনেই বনকর্মীদের ওপর হামলা চালাল সে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বনকর্মী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। ওদিকে স্থানীয়দের ক্ষতি না করে কী করে বাঘটিকে কাবু করা হবে তা ভেবে দিশাহার বনদফতরের আধিকারিকরা।
মইপিঠে ফের বাঘ ঢুকেছে সেকথা রবিবার রাতেই জানিয়েছিলেন গ্রামবাসীরা। বাঘ দেখেছেন বলেও দাবি করেন কয়েকজন। এর পর সোমবার সকাল থেকে শুরু হয় বাঘের খোঁজ। পায়ের ছাপ দেখে বাঘের সন্ধান শুরু করেন বনকর্মীরা। তখনই হঠাৎ ঝোপের পাশে ধানক্ষেতে বনকর্মীদের ওপর অর্কিতে হামলা চালায় ১টি বাঘ। ৩ জন বনকর্মীর মধ্যে ১ জনকে কামড়ে ধরে সে। সঙ্গীকে বাঁচাতে বাকি দুই বনকর্মী লাঠি দিয়ে বাঘটিকে পেটানো শুরু করেন। তার জেরে ওই বনকর্মীকে ছেড়ে পালায় বাঘ। এর পর আহত বনকর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।
বন্যপ্রাণ বিশেষজ্ঞরা বলছেন, জঙ্গল ঘেরার নাইলনের নেট কেউ কেটে ফেলায় সেখান থেকে গ্রামে বাঘ ঢুকছে বলে মনে হয়। গ্রামবাসীরা কাঁকড়া ও মাছ ধরতে গিয়ে অনেক সময় নাইলনের জাল কেটে ফেলেন। এব্যাপারে তাদের সতর্ক করার পরামর্শ দিয়েছেন তাঁরা।