বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sodepur Incident: বাঘের আতঙ্কে রাত জাগলেন মানুষজন, সোদপুরে আক্রান্ত এক, বসল রাতপাহারা

Sodepur Incident: বাঘের আতঙ্কে রাত জাগলেন মানুষজন, সোদপুরে আক্রান্ত এক, বসল রাতপাহারা

বাঘের আতঙ্ক

ওই ব্যক্তি আক্রান্ত হয়ে চিৎকার শুরু করলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন আহত ওই ব্যক্তি পানিহাটি হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু বাঘই হোক আর বাঘরোলই হোক তা সোদপুরের লোকালয়ে আসা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে। তাই ঘটনার পর এলাকার মানুষ প্রাণীটির খোঁজে বাঁশ, লাঠি এবং টর্চ নিয়ে তল্লাশি চালিয়েছেন।

রাতের সোদপুরে বাঘের আতঙ্ক দেখা দিল। আর তার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সোদপুরের নাটাগড় এলাকায়। সোদপুর কলকাতা লাগোয়া শহরতলি হিসাবে ধরা হয়। সেখানে বাঘের আতঙ্ক তৈরি হওয়ায় অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। সূত্রের খবর, এই প্রাণীর হামলায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন তিনি চিকিৎসাধীন। কিন্তু লোকালয়ে বাঘ এল কী করে?‌ উঠছে প্রশ্ন।

ঠিক কী ঘটেছে সোদপুরে?‌ স্থানীয় সূত্রে খবর, বুধবার মাঝরাতে সোদপুরের নাটাগড় এলাকায় অবিকল বাঘের মতো দেখতে একটি প্রাণীকে দেখা যায়। সোদপুরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বাঘ কোথা থেকে আসবে?‌ এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আর এটা বাঘ না বাঘরোল?‌ তা জানতে বাঁশ, লাঠি নিয়ে এলাকার মানুষজন বাড়ি থেকে বেরিয়ে রাত পাহারায় বসেছেন।

আর কী জানা যাচ্ছে?‌ যদিও এই ঘটনার খবর দেওয়া হয়েছে বন দফতরে। এখনও অবশ্য তাঁদের থেকে সাড়া মেলেনি। তাই শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দারা ওই প্রাণীটিকে ধরতে রাতে রাস্তায় নামেন। তবে ধরতে পারেননি কেউ। এই রাতের অন্ধকারে প্রাণীটি এক বাসিন্দার উপর ঝাঁপিয়ে পড়লে তিনি গুরুতর জখম হন। তাতে আরও আতঙ্ক বেড়েছে। ওই প্রাণীটি আক্রমণ করে পালিয়ে যায়।

তারপর সেখানে কী ঘটল?‌ ওই ব্যক্তি আক্রান্ত হয়ে চিৎকার শুরু করলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন আহত ওই ব্যক্তি পানিহাটি হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু বাঘই হোক আর বাঘরোলই হোক তা সোদপুরের লোকালয়ে আসা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে। এখানে তেমন জঙ্গল নেই। তাই ঘটনার পর এলাকার মানুষ প্রাণীটির খোঁজে বাঁশ, লাঠি এবং টর্চ নিয়ে তল্লাশি চালিয়েছেন। কিন্তু ভোররাত পর্যন্ত তার খোঁজ মেলেনি। তাই ঠিক হয়েছে ওই প্রাণীকে না পাওয়া পর্যন্ত রাতপাহারা চলবে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.