জঙ্গল সুন্দরী ঝাড়গ্রামকে আরও সাজিয়ে তুলতে এবার বড় ঘোষণা করলেন বাংলার মুখ্য়মন্ত্রী। মূলত ঝাড়গ্রামকে আরও পর্যটক সমৃদ্ধ করতে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী।
বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে অংশ নেন তিনি। প্রায় ২৫০ কোটি টাকা প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। সেই সঙ্গেই ঝাড়গ্রাম জেলার জন্য ১৫০ কোটি টাকার প্রকল্প কেবলমাত্র ঝাড়গ্রামের জন্য । প্রায় ৮০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করছেন মুখ্য়মন্ত্রী।
মুখ্য়মন্ত্রী ঘোষণা করেন, ঝাড়গ্রামে হবে টাইগার সাফারি। এদিন মুখ্য়মন্ত্রী বলেন, আমরা অনেক প্রকল্প করেছি। জঙ্গলমহল পুরোটাই ট্যুরিজম সার্কিট। আগামী দিনে আরও ট্যুরিজম সার্কিট করার জন্য চিড়িয়াখানার পাশে ৬৪ একর জমি আছে। সেখানে একটা টাইগার সাফারি করা হবে। ১০ কোটি টাকা খরচ করে সেখানে টাইগার সাফারি করা হবে। যাতে আরও টুরিস্ট আসে সেটা দেখা হবে।
মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, চিড়িয়াখানার পাশে ঝাড়গ্রামে একটা শপিং মল হবে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর জিনিস বিক্রি হবে। এটি সিনেমা হলও করা হবে।
আদিবাসী দিবস অন্যান্য জেলাতেও পালন করা হচ্ছে। সাংস্কৃতিক কর্মসূচি হচ্ছে।
এদিনের অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রীর সঙ্গেই ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। নিউটাউনের মতো ঝাড়গ্রামেও আদিবাসী ভবন তৈরি হবে বলে জানানো হয়েছে।
একটা সময় ঝাড়গ্রামে মাওবাদীদের ডেরা ছিল। আজ সেই সব জায়গায় পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বর্ষাকাল কিংবা শীতকালে প্রচুর মানুষ বেড়াতে যান ঝাড়গ্রামে। তাঁদের কাছে এবার বাড়তি পাওনা হবে টাইগার সাফারি।