বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Auto driver demonstration: অটোচালকদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ TMC-র বিরুদ্ধে, বিক্ষোভ এলাকায়

Auto driver demonstration: অটোচালকদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ TMC-র বিরুদ্ধে, বিক্ষোভ এলাকায়

তৃণমূলের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ। প্রতীকী ছবি

আরটিওর কাছ থেকে অনুমতি নিয়ে তারা অটো চালাচ্ছিলেন। কিন্তু, রবিবার তৃণমূল কর্মীরা তাদের বাধা দেয়। অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের কাছ থেকে জোর করে কাটমানি দাবি করে। অন্যদিকে, আর এক পক্ষ দাবি করে নতুন অটো চালানোর জন্য স্থানীয় নেতৃত্বের কাছে অনুমতি নিতে হবে বলে দাবি করা হয়।

অটোচালকদের কাছ থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা বাঁধে অটোচালকদের। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ইছাপুরে। দুপক্ষের বচসার জেরে অশান্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের বক্তব্য, নিষেধাজ্ঞা সত্ত্বেও রাস্তায় ডিজেল চালিত অটো নামানো হচ্ছে। তারই প্রতিবাদ জানিয়েছিলেন তারা। তাতেই অটোচালকদের সঙ্গে তাদের বচসা বাঁধে। এই ঘটনার জেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

অটোচালকদের অভিযোগ, আরটিওর কাছ থেকে অনুমতি নিয়ে তারা অটো চালাচ্ছিলেন। কিন্তু, রবিবার তৃণমূল কর্মীরা তাদের বাধা দেয়। অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের কাছ থেকে জোর করে কাটমানি দাবি করে। অন্যদিকে, আর এক পক্ষ দাবি করে নতুন অটো চালানোর জন্য স্থানীয় নেতৃত্বের কাছে অনুমতি নিতে হবে বলে দাবি করা হয়। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূলের পালটা অভিযোগ, বেলিয়াঘাটা বাজার থেকে ইছাপুর বাজার ১০ কিলোমিটার দীর্ঘ রাস্তা। এই রাস্তায় ২০টি ডিজেল চালিত অটো চলে। যদিও বারাসত আরটিওর তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ডিজেল চালিত অটো কোনওভাবেই চালানো যাবে না। কিন্তু, তারপরেও ডিজেল চালিত অটো চালানো হচ্ছে। তারই প্রতিবাদে তৃণমূল কর্মীরা অটো আটকে দেয়। যাত্রীদের জোর করে অটো থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

এর জেরে এদিন সমস্যায় পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বেশ কিছুক্ষণ অটো চলাচল বন্ধ থাকে। যদি এক অংশ দাবি করেছে, লোকাল নেতৃত্বের অনুমতি ছাড়া অটো চালাতে দেওয়া হচ্ছে না। নতুন অটো চালাতে গেলে সে ক্ষেত্রে স্থানীয় নেতৃত্বের অনুমতি নিতে হচ্ছে। সেই অনুমতি না নেওয়ার কারণেই তৃণমূলের পক্ষ থেকে অটো আটকে দেওয়া হয়। দীর্ঘক্ষণ অটো চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়েই যাত্রীদের অন্যান্য যানবাহনের সাহায্যে গন্তব্যস্থলে পৌঁছতে হয়। পরে পুলিশ আসলে অটো চলাচল স্বাভাবিক হয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়! বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.